Sourav Ganguly-Ranbir Kapoor: লর্ডসের ব্যালকনিতে দাদার জার্সি ওড়ানো আমার কাছে সেরা: রণবীর কাপুর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 26, 2023 | 7:15 PM

Eden Gardens: সৌরভ গঙ্গোপাধ্যায় খেলাধূলার পাশাপাশি সময় পেলে সিনেমাও দেখেন। জানাতে ভুললেন না রণবীরের প্রিয় দুটো সিনেমার নাম। সেই সিনেমা দুটো- বর্ফি ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ইডেন ছেড়ে বেরনোর সময় ভক্তদের আবদার মেটালেন রণবীর কাপুর। দিলেন অটোগ্রাফ। অনেকের সঙ্গে তুললেন সেলফিও।

Sourav Ganguly-Ranbir Kapoor: লর্ডসের ব্যালকনিতে দাদার জার্সি ওড়ানো আমার কাছে সেরা: রণবীর কাপুর
Image Credit source: OWN Photograph

Follow Us

কলকাতা: রবিবারের দুপুরে ইডেনে দাদা-রণবীর সাক্ষাৎ। সম্প্রতি মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের একটি সিনেমা। তার প্রোমোশনেই শহরে এসেছেন বলিউড তারকা। রণবীরের নতুন সিনেমার প্রযোজক সংস্থা আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রযোজক সংস্থা একই। তাদেরই উদ্যোগে সৌরভের সঙ্গে রণবীরের সাক্ষাতের আয়োজন করা হয়। রবিবার সকাল থেকেই ক্রিকেটের নন্দনকাননে ছিলেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ক্যাম্প চলছে শহরে। মণীশ পান্ডে, ইশান্ত শর্মারা নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেললেন। সারাক্ষণ মাঠে থাকলেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুশীলন শেষের পরই ইডেনে এলেন রণবীর কাপুর। নন্দনকানন মাতিয়ে গেলেন ঋষি-পুত্র। বিস্তারিত TV9Bangla-য়।

আলোচনার বিষয়বস্তু একটাই। সৌরভের বায়োপিকে কি অভিনয় করছেন রণবীর কাপুর? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ‘আরকে’ বললেন, ‘দাদার বায়োপিক করার অফার পাইনি। তবে আশা করি, যেই অভিনয় করবে সে খুব ভালো করবে। এখন কিশোর কুমারের বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত আছি।’

ইডেনে সৌরভের সঙ্গে ক্রিকেট খেললেন রণবীর কাপুর। ফ্রেমবন্দি হয়ে থাকবে এই মুহূর্ত। দাদার বোলিংয়ে বেশ কয়েকটা বল গ্যালারিতেও পাঠালেন রণবীর। আবার রণবীরের বোলিংয়েও খেললেন সৌরভ। এমনকি ভারতের প্রাক্তন অধিনায়ককে আবার আউটও করেন রণবীর। বলিউড তারকা বললেন, ‘দাদার সঙ্গে খেলতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ এরই সঙ্গে রণবীর বলেন, ‘ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর মুহূর্ত আমার কাছে আজীবন সেরা হয়ে থাকবে।’

সৌরভ গঙ্গোপাধ্যায় খেলাধূলার পাশাপাশি সময় পেলে সিনেমাও দেখেন। জানাতে ভুললেন না রণবীরের প্রিয় দুটো সিনেমার নাম। সেই সিনেমা দুটো- বর্ফি ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ইডেন ছেড়ে বেরনোর সময় ভক্তদের আবদার মেটালেন রণবীর কাপুর। দিলেন অটোগ্রাফ। অনেকের সঙ্গে তুললেন সেলফিও।

Next Article