কলকাতা : রাত পোহালেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা ক্রিকেট দল। প্রতিপক্ষ ঝাড়খণ্ড। তার আগে বাংলা বোলিং অনেকটাই শক্তিশালী হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন মুকেশ কুমার। এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের জন্য তাঁরে রিলিজ দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মুকেশের পাশাপাশি শাহবাজ আহমেদকেও পায়নি বাংলা। ওড়িশা ম্যাচে বাংলা বেশ কিছু বিষয়ে সমস্যায় পড়েছিল। পিচ ভেজা থাকায় প্রথম দিন চার ঘণ্টা দেরীতে শুরু হয় ম্যাচ। মাথায় চোট পেয়েছিলেন আকাশদীপ। কনকাশন পরিবর্ত নিতে হয়েছিল। কভারে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। বাংলা বনাম ঝাড়খণ্ড কোয়ার্টার ফাইনালের প্রিভিউ TV9Bangla-য়।
গ্রুপ পর্বে একটি মাত্র ম্যাচ হেরেছে বাংলা। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে ছিল। শেষ ম্যাচের হার কোয়ার্টার ফাইনালে প্রভাব ফেলবে না তো! বাংলা টিম ম্যানেজমেন্ট অবশ্য বিরাট সিংদের ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী। বাংলাকে এ মরসুমে ভুগিয়েছে ওপেনিং জুটি। বেশ কিছু জুটি বদল করেও সমস্যা মেটেনি। অভিমন্যু ঈশ্বরণ একদিক থেকে ভরসা দিলেও ওপেনিং জুটি ধারাবাহিক নয়। কোয়ার্টার ফাইনালে কাজী জুনেইদ সইফিকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। অভির সঙ্গে তিনিই ওপেন করবেন। বাংলা অনূর্ধ্ব ২৫ দলের হয়ে ভালো খেলছিলেন কাজী। এরপর সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি… বাংলার ব্যাটিংয়ের গভীরতাও বাড়ছে। বোলিংয়ে মুকেশ, আকাশ দীপ, ঈশানদের পাচ্ছে বাংলা।
কোয়ার্টার ফাইনালের আগে কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, ‘সকলেই আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে। প্রথম দিন শুরুটা ভালো করতে চাই। বাংলার হয়ে খেলাটা সকলের কাছে গর্বের। ওরা সেরাটা দিয়েই খেলবে।’ অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে হবে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী।’
গ্রুপ সি-তে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে ঝাড়খণ্ড। গ্রুপ পর্বে তিনটি জয় এবং দুটি হার। ঝাড়খন্ডের কাছে এটি বদলার ম্যাচও। বাংলার বিরুদ্ধে নামার আগে অধিনায়ক বিরাট সিং বলছেন, ‘এ মরসুমে আমরা ভালো খেলছি। কোয়ার্টার ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাংলার বিরুদ্ধে শেষ সাক্ষাতে আমরা হেরেছিলাম। আমাদের কাছে এটি বদলার ম্যাচও।’