অবশেষে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ সামির। তিনি যে পুরোপুরি ফিট নন, প্রত্যক্ষদর্শীদের কথায় পরিষ্কার। রঞ্জি ট্রফিতে এ মরসুমের পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। তার আগে বেঙ্গালুরুতে কর্নাটকের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েছে বাংলা। ইন্দোরে যাওয়ার আগে টিমের সঙ্গে যোগ দেন রিহ্যাবে থাকা সামি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। এই প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ দিন ধরেই চলছে। ঘরের মাঠে কেরলের বিরুদ্ধেই খেলার কথা ছিল সামির। কিন্তু অপেক্ষা বাড়ে। কর্নাটক ম্যাচের পর হঠাৎই স্কোয়াডে যোগ করা হয়। ইন্দোরে মহম্মদ সামির বোলিং যেমন হতাশা করেছে, তেমনই বাংলার সার্বিক পারফরম্যান্সও।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশ ক্যাপ্টেন শুভম শর্মা। বাংলার ব্যাটিং গত ম্যাচেও দুর্দান্ত হয়েছিল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বিপর্যয়। একমাত্র ভরসা দিলেন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। মাত্র ৭৯ রানেই প্রথম পাঁচ উইকেট হারায় বাংলা। শাহবাজ এবং ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার জুটি বাংলাকে টেনে তোলে। দলীয় ১৭৫ রানে ষষ্ঠ উইকেট হিসেবে ফেরেন অনুষ্টুপ। শাহবাজ ৯২ রান করেন। শেষ উইকেটে ভাই মহম্মদ কাইফের সঙ্গে জুটি বাঁধেন মহম্মদ সামি। যদিও সামির ইনিংস স্থায়ী হয় মাত্র ৬ বল। ২ রান করেন। নজর ছিল তাঁর বোলিংয়ে।
বাংলার প্রথম ইনিংস শেষ মাত্র ২২৮ রানেই। মধ্যপ্রদেশের দুই ওপেনার শুভ্রাংশু সেনাপতি ও হিমাংশু মন্ত্রী দাপটের সঙ্গে শুরু করেন। প্রথম স্পেলে ৪ ওভার বোলিং করেন মহম্মদ সামি। ১৬ রান দেন। ১৭টি ডট বল। দ্বিতীয় স্পেলে ২ ওভার বোলিং করেন। সামি যে ফুল রান আপ এবং ফিটনেসে বোলিং করতে পারছেন না, পরিষ্কার বোঝা যাচ্ছিল। আরও সময় লাগার কথা।
— Apurv Nigudkar (@ApurvNigudkar_) November 13, 2024
ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপের পরই চোটের কারণে বাইরে ছিলেন সামি। তাঁর অস্ত্রোপচার হয়। রিহ্যাব পর্বে সামি যখন প্রায় একশো শতাংশ ফিট, মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরে তাঁর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, সে সময়ই নতুন করে চোট। আর নতুন করে রিহ্যাবও শুরু হয়। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা হয়নি। রঞ্জি ট্রফিতে একটি ম্যাচই পাচ্ছেন সামি। এরপর লাল-বলের ঘরোয়া ক্রিকেটে বিরতি। শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেখানে খেলতে দেখা যেতে পারে সামিকে।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন সব মিলিয়ে ১০ ওভার বোলিং করেছেন সামি। এর মধ্যে একটি মেডেন। ৩৪ রান দিলেও উইকেটের কলাম শূন্য। ৪৬টি ডট বল করেছেন। প্রথম দিনের শেষে ১ উইকেটে ১০৩ রান তুলে নিয়েছে মধ্যপ্রদেশ। বাংলার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সামির ভাই মহম্মদ কাইফ। ক্রিজে রয়েছেন শুভ্রাংশু সেনাপতি ও রজত পাতিদার। ম্যাচ আপাতত মধ্যপ্রদেশের নিয়ন্ত্রণে।