কলকাতা: রঞ্জি ট্রফির নতুন মরসুম প্রত্যাশা অনুযায়ী শুরু হল না বাংলার। গত বারের রানার্স বাংলা। অনবদ্য পারফর্ম করে ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রের কাছে হার। ৩৩ বছরের অপেক্ষা মেটেনি বাংলার। রঞ্জি ট্রফির নতুন মরসুম বড় প্রত্যাশায় শুরু করেছিল মনোজ তিওয়ারির দল। চার দিন শেষে প্রাপ্তি অবশ্য এক পয়েন্ট। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র। প্রথম ইনিংস লিডের কারণে তিন পয়েন্ট পেল অন্ধ্র প্রদেশ। বড় স্বপ্ন দেখিয়েও বাংলার ঝুলিতে মাত্র এক পয়েন্ট। ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলার অভিষেককারী ওপেনার সৌরভ পাল, অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলের অনবদ্য ইনিংস। অনুষ্টুপের সেঞ্চুরি, বাকি দু-জনের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৯ রান করে বাংলা। প্রাথমিক লক্ষ্য ছিল প্রথম ইনিংস লিড। বাংলা বোলারদের কাছে মূল বাধা ছিলেন অন্ধ্র প্রদেশ অধিনায়ক হনুমা বিহারি। তবে বাংলার বাধা হয়ে দাঁড়ালেন রিকি ভুই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে তাঁকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিয়েছে সৌরভের দিল্লি ক্যাপিটালস। আর সৌরভের রাজ্য দলের বিরুদ্ধেই ব্যাট হাতে জ্বলে উঠলেন রিকি।
ম্যাচের দ্বিতীয় দিন প্রতিপক্ষর তিন উইকেট নিয়েছিল বাংলা। সে সময় প্রত্যাশা ছিল তৃতীয় দিন বাকি সাত উইকেট নিয়ে প্রথম ইনিংস লিড নিতে পারবেন মনোজরা। বাংলা বোলিংয়ে ঈশান পোড়েল, আকাশ দীপের পাশাপাশি তরুণ প্রতিভা মহম্মদ কাইফও রয়েছেন। তবে বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদের না থাকাটা যেন কঠিন হয়ে দেখা দিল। চতুর্থ দিন অবশেষে অন্ধ্র প্রদেশকে অলআউট করল বাংলা। যদিও লিড নেওয়া গেল না। রিকি ভুইয়ের ১৭৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৪৫ করে অন্ধ্র প্রদেশ।
দ্বিতীয় ইনিংস বাংলার ব্যাটারদের কাছে ছিল স্রেফ প্রস্তুতি। ২৫ ওভার খেলা হয়। ১ উইকেট হারিয়ে ৮২ রান করেছে বাংলা। অভিষেক ম্যাচ খেলতে নামা দুই ওপেনার, সৌরভ দ্বিতীয় ইনিংসে করলেন ৩০। আর এক ওপেনার ২৯ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংস লিডের কারণে অন্ধ্র তিন ও বাংলা এক পয়েন্ট পেল।