Yuzvendra Chahal-Dhanashree Verma: ব্যাটিং না করেই ছক্কা হাঁকিয়েছিল ও… লাভস্টোরি নিয়ে যা বললেন চাহালপত্নী ধনশ্রী

Jan 08, 2024 | 2:00 PM

আলাপ হওয়ার পর কোরিওগ্রাফার-ডান্সার ধনশ্রীকে নিজের মনের কথা জানাতে বেশি দেরি করেননি যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি চাহালপত্নী ধনশ্রী জনপ্রিয় রিয়ালিটি শো ঝলক দিখলা যা-র (Jhalak Dikhhla Jaa) ১১তম সিজনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে গিয়েছেন। সেখানেই ধনশ্রী শুনিয়েছেন তাঁর ও চাহালের প্রেমের গল্প।

Yuzvendra Chahal-Dhanashree Verma: ব্যাটিং না করেই ছক্কা হাঁকিয়েছিল ও... লাভস্টোরি নিয়ে যা বললেন চাহালপত্নী ধনশ্রী
Yuzvendra Chahal-Dhanashree Verma: ব্যাটিং না করেই ছক্কা হাঁকিয়েছিল ও... লাভস্টোরি নিয়ে যা বললেন চাহালপত্নী ধনশ্রী

Follow Us

কলকাতা: করোনার কারণে দেশজুড়ে একটা লম্বা সময় লকডাউন চলেছিল। সেই সময় অনেকেই নিজেকে ভিন্ন কাজে যুক্ত করার পথে হেঁটেছিলেন। ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও সেই তালিকায় রয়েছেন। লকডাউনের সময় নাচ শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সেই সূত্রেই ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে আলাপ হয়। তারপর লকডাউনে ধনশ্রীর থেকে নাচ শেখার পাশাপাশি তাঁর প্রেমে পড়ে যান চাহাল। কোরিওগ্রাফার-ডান্সার ধনশ্রীকে নিজের মনের কথা জানাতে বেশি দেরি করেননি চাহাল। সম্প্রতি চাহালপত্নী ধনশ্রী জনপ্রিয় রিয়ালিটি শো ঝলক দিখলা যা-র (Jhalak Dikhhla Jaa) ১১তম সিজনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে গিয়েছেন। সেখানেই ধনশ্রী শুনিয়েছেন তাঁর ও চাহালের প্রেমের গল্প।

ধনশ্রী ছিলেন নাচের দিদিমনি, কী ভাবে হলেন চাহালের ঘরনী?

কোরিওগ্রাফার, ডেন্টিস্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঝলক দিখলা যা-তে গিয়েছেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ জাজের আসনে থাকা ফারহা খান, আরশাদ ওয়ারসি ও মালাইকা আরোরা। ঝলকের মঞ্চে যাওয়ার পর সেখানে দুই সঞ্চালক ধনশ্রীকে প্রশ্ন করেন চাহালের সঙ্গে কী ভাবে তাঁর প্রেম হয়েছিল। ধনশ্রী সেই প্রশ্নের উত্তরে চাহালের সঙ্গে তাঁর মিষ্টি প্রেমের গল্প সকলকে জানান।

ধনশ্রী বলেন, ‘লকডাউনের সময় কোনও ম্যাচ ছিল না। সব ক্রিকেটাররা বাড়িতেই বসেছিল। অনেকেই বিরক্ত বোধ করত। ওই সময় যুজি একদিন ঠিক করে নাচ শিখবে। ও সোশ্যাল মিডিয়ায় আমার নাচের ভিডিয়ো দেখেছিল। আমি নাচ শেখাই জানতে পেরে ও আমাকে নাচ শেখাতে বলে। আমি ওকে নাচ শেখানোর জন্য রাজি হয়ে যাই। আমাদের মধ্যে টিচার-স্টুডেন্টের সম্পর্কই ছিল। আমি সেটা পরিষ্কার করে দিয়েছিলাম। ও আমার কাছ থেকে ২ মাস নাচ শিখেছিল। ও কে আমি একজন ভালো ডান্সার বানিয়েছিলাম। এরপর হঠাৎ করেই ২ মাস পর এ আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। ও ব্যাটিং না করেই সোজা ছক্কা মেরেছিল। আমি ওর প্রস্তাব পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম।’

শাস্ত্রে আছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণং। যে কোনও শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। দেরি করলে সেই কাজে বিঘ্ন ঘটতে পারে। চাহালের প্রস্তাবে ধনশ্রী রাজি হওয়ার পর তাঁরা তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসেন। এখন সুখে সংসার করছেন দু’জনে।

Next Article