Cheteshwar Pujara: রঞ্জিতে উজ্জ্বল চেতেশ্বর পূজারা, ঢুকে পড়লেন সানি-সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপে

Jan 21, 2024 | 3:10 PM

Ranji Trophy 2024: চেতেশ্বর পূজারা ভারতীয় টিমে ফেরার আশা ছাড়েননি। বর্তমানে তিনি ব্যস্ত বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে। নতুন রঞ্জি মরসুমে পূজারা ঝাড়খন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ২৪৩ রানে অপরাজিত ছিলেন পূজারা। এরপর হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে পূজারা ৪৯ ও ৪৩ রান করেছিলেন। এ বার বিদর্ভের বিরুদ্ধে পূজারা দু'টি ইনিংসে করেছেন ৪৩ ও ৬৬।

Cheteshwar Pujara: রঞ্জিতে উজ্জ্বল চেতেশ্বর পূজারা, ঢুকে পড়লেন সানি-সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপে
Cheteshwar Pujara: রঞ্জিতে উজ্জ্বল চেতেশ্বর পূজারা, ঢুকে পড়লেন সানি-সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপে
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বাইশ গজে একাধিক রেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কিন্তু ২০২৩ সালের জুনে শেষ বার দেশের হয়ে টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর আর তিনি জাতীয় দলে ডাক পাননি। অবশ্য পূজারা ভারতীয় টিমে ফেরার আশা ছাড়েননি। বর্তমানে তিনি ব্যস্ত বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024)। নতুন রঞ্জি মরসুমে পূজারা ঝাড়খন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ২৪৩ রানে অপরাজিত ছিলেন পূজারা। এরপর হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে পূজারা ৪৯ ও ৪৩ রান করেছিলেন। এ বার বিদর্ভের বিরুদ্ধে পূজারা দু’টি ইনিংসে করেছেন ৪৩ ও ৬৬। একইসঙ্গে তিনি এক রেকর্ডও গড়েছেন। আর তাতেই পূজারা ঢুকে পড়েছেন সচিন-সানি-দ্রাবিড়দের এলিট গ্রুপে।

কোন রেকর্ড গড়লেন চেতেশ্বর পূজারা?

চলতি রঞ্জি ট্রফিতে বিদর্ভর বিরুদ্ধে ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করার জন্য চেতেশ্বর পূজারার প্রয়োজন ছিল ৯৬ রান। তিনি এই ম্যাচে প্রথম ইনিংসে ৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করতেই সেই রেকর্ড পূর্ণ করে ফেলেন পূজারা। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান করলেন চেতেশ্বর পূজারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে চেতেশ্বর পূজারার আগে কোন কোন ভারতীয় ক্রিকেটার ২০ হাজার রান করেছেন?

চেতেশ্বর পূজারার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে যে ভারতীয় ক্রিকেটাররা ২০ হাজার রান করেছেন তাঁরা হলেন – সুনীল গাভাসকর (৩৪৮ ম্যাচে ২৫,৮৩৪ রান), সচিন তেন্ডুলকর (৩১০ ম্যাচে ২৫,৩৯৬ রান) ও রাহুল দ্রাবিড় (২৯৮ ম্যাচে ২৩,৭৯৪ রান।)

আপাতত চেতেশ্বর পূজারার ঝুলিতে প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২৬০ ম্যাচে ২০,০১৩ রান। ভারতের জার্সিতে ১০৩টি টেস্ট খেলেছেন চেতেশ্বর পূজারা। তাতে তিনি করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি। চলতি রঞ্জি ট্রফি পূজারা এই ফর্ম ধরে রাখতে পারলে আবার জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়তে পারেন। আর তেমনটা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হতে চলা ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষের ৩টি টেস্টের জন্য ডাক পেতে পারেন পূজারা। প্রথম ২ টেস্টের দল বেশ কিছু দিন আগে ঘোষণা করেছে বিসিসিআই।

Next Article