কলকাতা: রঞ্জি ট্রফিতে বিশাল ব্যবধানে জয় চেতেশ্বর পূজারাদের। ব্যাটারদের পাশাপাশি এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাঁ হাতি স্পিনার। দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট জাডেজার। জয়পুর প্রকৃত অর্থেই ‘জয়’ পুর হয়ে উঠেছে সৌরাষ্ট্র জন্য। রাজস্থানের বিরুদ্ধে ২১৮ রানের বিশাল ব্যবধানে জয়ে নকআউটের দৌড়ে ভালো ভাবেই রয়েছে সৌরাষ্ট্র। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষ হল এ দিন। জয়পুরে রাজস্থানকে ২১৮ রানের ব্যবধানে হারাল সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিল সৌরাষ্ট্র। জবাবে রাজস্থান করেছিল ২৫৭। খুব বেশি একটা ফারাক ছিল না। যদিও দ্বিতীয় ইনিংসে রাজস্থান ব্যাটিংকে তাদেরই ঘরের মাঠে প্রবল চাপে ফেলল সৌরাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে ২৩৪-৬ স্কোরে সমাপ্তি ঘোষণা করে সৌরাষ্ট্র। রাজস্থানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩০৬ রান।
সৌরাষ্ট্র বাঁ হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাডেজা প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে রাজস্থান শিবিরে প্রথম ধাক্কা জাডেজারই। রাজস্থান ওপেনার যশ কোঠারি স্টেপ আউট করেন, যদিও বল মিস। স্টাম্পিং মিস করেননি হার্ভিক। তবে এখানেই শেষ নয়। রাজস্থানকে সেই অর্থে কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি সৌরাষ্ট্র। ৫৬-২ থেকে ৮৭ রানেই অলআউট রাজস্থান। মাত্র ৩২ রান দিয়ে ৭ উইকেট নেন সৌরাষ্ট্রর বাঁ হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাডেজা।