Ranji Trophy: অল্পের জন্য ৪০০ রান মিস… তন্ময় আগরওয়াল গড়লেন ছক্কার বিশ্বরেকর্ড

Jan 27, 2024 | 4:07 PM

Tanmay Agarwal: অরুণাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দিন তাঁর মারকাটারি ব্যাটিং দেখেছিল সকলেই। দ্বিতীয় দিনও সকলে মনে করেছিল একই মেজাজে থাকবেন তন্ময়। এবং পূর্ণ করে ফেলবেন ব্যক্তিগত ৪০০ রান। কিন্তু অল্পের জন্য তা হয়নি। ৩৬৬ রানে আউট হন তিনি। সঙ্গে ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন।

Ranji Trophy: অল্পের জন্য ৪০০ রান মিস... তন্ময় আগরওয়াল গড়লেন ছক্কার বিশ্বরেকর্ড
Ranji Trophy: অল্পের জন্য ৪০০ রান মিস... তন্ময় আগরওয়াল গড়লেন ছক্কার বিশ্বরেকর্ড
Image Credit source: X

Follow Us

কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal) একের পর রেকর্ড শুধু নয়, একাধিক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দিলেন। অরুণাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দিন তাঁর মারকাটারি ব্যাটিং দেখেছিল সকলেই। দ্বিতীয় দিনও সকলে মনে করেছিল একই মেজাজে থাকবেন তন্ময়। এবং পূর্ণ করে ফেলবেন ব্যক্তিগত ৪০০ রান। কিন্তু অল্পের জন্য তা হয়নি। ৩৬৬ রানে আউট হন তিনি। সঙ্গে ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন।

ওয়ান্ডার ম্যান তন্ময়… এমনটা বললে ভুল কিছু বলা হবে না। যে ছন্দে তিনি অরুণাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দিন ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল কোনও সুপার পাওয়ার নিয়ে খেলছেন তিনি। হায়দরাবাদের ওপেনার তন্ময় ৩৬৬ রানের অনবদ্য ইনিংস গড়ার পথে মেরেছেন ৩৪টা চার আর ২৬টি ছয়। তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড ভেঙেছেন তন্ময়। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের কলিন মানরো। তিনি ২০১৫ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে ২৮১ রানের ইনিংসে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। অরুণাচলের বিরুদ্ধে কিউয়ি ক্রিকেটার কলিন মানরোর থেকে ৩টি বেশি ছয় মেরে নয়া বিশ্বরেকর্ড গড়লেন তন্ময় আগরওয়াল।

হায়দরাবাদ বনাম অরুণাচল ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে অরুণাচলকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদের ক্যাপ্টেন রাহুল সিং। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় অরুণাচল। এরপর ৪ উইকেটে ৬১৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে হায়দরাবাদ। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে অরুণাচল কতটা লড়াই করতে পারে।