Ranji Trophy, Round Up: জিতল মুম্বই, দিল্লির হার, ২৫ রানে অলআউট নাগাল্যান্ড, অর্জুনের ৩ উইকেট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 16, 2022 | 10:02 PM

Ranji Trophy 2022-23: মায়াঙ্ক মিশ্র (৫ উইকেট) এবং স্বপ্নিল সিংয়ের (৪ উইকেট) অনবদ্য় বোলিংয়ে মাত্র ২৫ রানেই অলআউট নাগাল্যান্ড। অন্য় দিকে, শতরানের পর এ বার বল হাতেও নজর কাড়লেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে ৩ উইকেট নেন এই বাঁ হাতি পেসার।

Ranji Trophy, Round Up: জিতল মুম্বই, দিল্লির হার, ২৫ রানে অলআউট নাগাল্যান্ড, অর্জুনের ৩ উইকেট
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি : জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু করল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই। তেমনই তরুণ অধিনায়ক যশ ধূলের নেতৃত্বে দিল্লির শুরুটা ভালো হল না। রঞ্জি অভিযানে প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশকে ৯ উইকেটে হারাল মুম্বই। প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় অন্ধ্রপ্রদেশ। জবাবে ৩৩১ রান করে মুম্বই। আরমান জাফরের শতরান ছাড়াও ৪৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক রাহানে। রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচের বেশ কিছু ম্যাচের তথ্য, বিস্তারিত Tv9Bangla-য়।

অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে ২৩৮ এর পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট। ফলে মুম্বইয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৯ রান। পৃথ্বী শ-এর একমাত্র উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। অন্য ম্যাচে, ঝাড়খণ্ডকে ৮৫ রানে হারাল কেরল। প্রথম ইনিংসে ৪৭৫ রানের বড় স্কোর গড়ে কেরল। জবাবে ঝাড়খণ্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪০ রানেই। দ্বিতীয় ইনিংসে ১৮৭-৭ স্কোরে সমাপ্তি ঘোষণা করে কেরল। ঝাড়খণ্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রান। প্রথম ইনিংসে শতরান করা ঈশান অবশ্য দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতে পারলেন না। শেষ দিকে ৯২ রানের অনবদ্য ইনিংস কুমার কুশাগ্র। ২৩৭ রানেই অলআউট ঝাড়খণ্ড। বৈশাখ চন্দ্রণ ৫ এবং জলজ সাক্সেনা ৪ উইকেট নেন।

হরিয়ানার বিরুদ্ধে ইনিংস ও ৮৮ রানের বড় জয় হিমাচলপ্রদেশের। প্রথম ইনিংসে হরিয়ানাকে মাত্র ৪৬ রানে অলআউট করে হিমাচল। বৈভব অরোরা ৪ এবং সিদ্ধার্থ শর্মা ৩ উইকেট নিয়েছিলেন। জবাবে হিমাচল প্রথম ইনিংসে ৪৮৭-৪ স্কোরে সমাপ্তি ঘোষণা করে। রাঘব ধাওয়ান ১৮২ এবং প্রশান্ত চোপরা ১৩৭ রান করেন। হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ৩৫৩ রানেই অলআউট।

যশ ধূলের নেতৃত্বাধীন দিল্লি প্রথম ম্যাচে হারল মহারাষ্ট্রের কাছে। দিল্লি প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়। জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে করে ৩২৪। দ্বিতীয় ইনিংসে ৩১০ রান করে দিল্লি। অধিনায়ক যশ ধূল, বৈভব রাওয়াল, হিম্মত সিং অর্ধশতরান করেন। মহারাষ্ট্রের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৮ রান। সিদ্ধেশ বীর মাত্র ১৮ রানে ফিরলেও পবন সিং (৮৭) এবং কৌশল তাম্বের (৬৪) অপরাজিত অর্ধশতরানে জয়ের লক্ষ্যে পৌঁছয় মহারাষ্ট্র।

নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭৪ রানের বড় ব্যবধানে জিতল উত্তরাখণ্ড। প্রথম ইনিংসে ২৮২ রান করে উত্তরাখণ্ড। জবাবে ৩৮৯ রান করে প্রথম ইনিংসে লিডও নেয় নাগাল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৬-৭ স্কোরে সমাপ্তি ঘোষণা করে উত্তরাখণ্ড। নাগাল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২০০ রানের। মায়াঙ্ক মিশ্র (৫ উইকেট) এবং স্বপ্নিল সিংয়ের (৪ উইকেট) অনবদ্য় বোলিংয়ে মাত্র ২৫ রানেই অলআউট নাগাল্যান্ড। অন্য় দিকে, শতরানের পর এ বার বল হাতেও নজর কাড়লেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে ৩ উইকেট নেন এই বাঁ হাতি পেসার।

Next Article