Ranji Trophy: বেন স্টোকসদের মতো কামাল করতে চায় বাংলা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 17, 2022 | 9:43 PM

বাঁ হাতি স্পিনারকে উঁচু মারা, ভুল শট বাছাই। কাকে নিয়ে এমন বলছেন অরুণ লাল?

Ranji Trophy: বেন স্টোকসদের মতো কামাল করতে চায় বাংলা
দিনের খেলার শেষে মাঠ ছাড়ছেন অভিমন্যু।
Image Credit source: BCCI DOMESTIC TWITTER

Follow Us

 

বেঙ্গালুরু: সম্প্রতি টেস্ট ক্রিকেটে আরও একটা অনবদ্য ম্যাচ উপহার দিয়েছেন বেন স্টোকসরা (Ben Stokes)। টেস্টের পঞ্চম দিন ২৯৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এত বড় লক্ষ্যের জন্য তাদের হাতে ছিল প্রায় ৭২ ওভার। যদিও ৫০ ওভারেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৯২ বলে ১৩৬ এবং অধিনায়ক বেন স্টোকস ৭০ বলে ৭৫ রান করেন। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার (Bengal) পরিস্থিতিও অনেকটা তাই। ফাইনালে যেতে শেষদিন বাংলার চাই আরও ২৫৪ রান। হাতে ৬ উইকেট। বেন স্টোকসদের মতো কামাল করতে পারবে বাংলা? ছাত্রদের উপর ভরসা রাখছেন বাংলার হেড কোচ অরুণ লাল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও ভরসা রাখছেন নিজেদের উপর। বড় পার্টনারশিপ গড়তে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেই মনে করেন তিনি। বাংলা জিতলে, রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হবে, মনে করছেন অরুণ লাল। কিন্তু কীভাবে!

বাংলার দুই বাঁ হাতি স্পিনার ম্যাচে ফিরিয়েছিল। চতুর্থ ইনিংসে ৩৫০ রান তাড়া করতে প্রয়োজন ছিল ভালো শুরুর। অভিষেক রামন প্রথম বলেই ফেরেন।  রিভার্স সুইপ খেলতে গিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ফিরলেন সুদীপ ঘরামি। ডান-বাঁ হাতি কম্বিনেশনের জন্য অভিষেক পোড়েলকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো হয়। তিনিও ভরসা দিতে ব্যর্থ। সবচেয়ে বড় ধাক্কা মনোজ তিওয়ারির উইকেট। একবার ক্যাচ ফসকেছিল তাঁর। স্টেপ আউট করে মারতে গিয়ে ডিপ মিড অনে ক্যাচে ফেরেন। ক্রিজে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার।

এখান থেকে ম্যাচ জেতার সুযোগ রয়েছে? প্রধান কোচ অরুণ লাল টিভি নাইন বাংলাকে বললেন, ‘হ্যাঁ, কেন নয়। ক্যাপ্টেন ক্রিজে রয়েছে। অনুষ্টুপ ব্যাট করছে। শাহবাজ এখনও বাকি রয়েছে। সায়ন শেখর মণ্ডলের ব্যাটিং বাকি। আমরা যদি আর কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ অবধি ব্যাট করতে পারি, ম্যাচ ৫০-৫০ হয়ে যাবে।’ সেই ধৈর্য কি প্লেয়ারদের মধ্যে রয়েছে বলে আপনি মনে করেন? ‘দলের উপর আমার ভরসা রয়েছে। প্রথম ইনিংসে ওরা দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। সে কারণেই আমরা এতটা খারাপ পরিস্থিতিতে রয়েছি। হারি-জিতি প্লেয়ারদের উপর আমার ভরসা রয়েছে।’

সম্প্রতি নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টে, প্রশ্নটা শেষ করতে দিলেন না অরুণ লাল। বলছেন, ‘এখানেও হতে পারে।’ জনি বেয়ারস্টো-স্টোকসের ভূমিকায় কারা থাকবে! বলছেন, ‘অভিমন্যু, অনুষ্টুপ, শাহবাজদের উপর আমার ভরসা রয়েছে। মনোজ আউট হয়ে গেল। পিচ খুবই কঠিন। টার্ন হচ্ছে, কখনও বল সোজা থাকছে। রান করা এত সহজ নয়। ইতিবাচক খেলতে হবে। স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে হবে।’ এর জন্যই কি মনোজ স্টেপ আউট করে মারতে গেলেন? ‘অবশ্যই। কিন্তু বাঁ হাতি স্পিনারকে উঁচু মারা, ভুল শট বাছাই।‘

Next Article