মুম্বই: ওয়েস্ট সফরের স্কোয়াড ঘোষণার পর থেকেই নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে টেস্ট স্কোয়াড নিয়ে। এক দিকে যেমন যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস, তেমনই প্রশ্নও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর কার্যত প্রত্যাশিত ছিল, স্কোয়াডে বদল হবে। ব্যাটিং বিভাগে সিনিয়র ব্যাটার চেতেশ্বর পূজারা বাদ পড়েছেন। তরুণ ক্রিকেটারদের দলে সংযুক্তি নিয়ে অসন্তোষ নেই। তবে আইপিএল থেকে টেস্ট দলের পথ পছন্দ নয় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। নির্বাচকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন, এমনটাও জানালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একটি সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, ‘সিনিয়ররা নতুনদের জন্য জায়গা ছাড়বে, একটা সময় তাদের সরে যেতে হবে তেমনটাই স্বাভাবিক। নতুনরাও সেই জায়গা নেবে। তরুণ ক্রিকেটাররা প্রস্তুত। টি-টোয়েন্টির ক্ষেত্রে এ নিয়ে কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। তবে ৫০ ওভার ও টেস্ট ফরম্যাটে কিছু প্রশ্ন থাকেই।’
তরুণদের নিয়ে সমস্যা না থাকলেও, নির্বাচকরা যে ভাবে আইপিএলের পারফরম্যান্স দেখে টেস্ট টিমে জায়গা দিচ্ছেন, তাতেই আপত্তি রবি শাস্ত্রীর। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলছেন, ‘আইপিএলের জন্য এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে দেখা যায়। তরুণ, দক্ষ, সাদা বলের প্লেয়ার। তবে এটা নিয়ে বাড়াবাড়ি না হওয়াই ভালো। আইপিএলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে এমনটা ভাবা ভুল যে, রেড বলের ক্রিকেটেও ওরা অটোমেটিক চয়েস।’
নির্বাচক হলে রবি শাস্ত্রী কী করতেন? সেই প্রসঙ্গও উঠে এল। বলছেন, ‘আমি হলে রেড বলে ওদের পারফরম্যান্স দেখতাম। নির্বাচকদের সঙ্গেও বসতাম। শুধু তাই নয়, ওরা কোন পরিস্থিতিতে রান করেছে, কার বিরুদ্ধে খেলেছে, ওদের শক্তি কী, প্লেয়ারের মানসিক কাঠিন্য কতটা, সব নিয়েই আলোচনা করতাম।’
কীসের ভিত্তিতে টেস্ট প্লেয়ার পছন্দ করতেন? শাস্ত্রীর কথায়, ‘আমার কাছে সেই প্লেয়ারের তাগিদ খুবই জরুরি। আদৌ টেস্ট খেলার মতো মানসিকতা আছে তো? চাপের মুহূর্তে ভেঙে পড়বে না তো? টেস্ট প্লেয়ারের মধ্যে এই যোগ্যতাগুলোই খুঁজতাম। কোচ হিসেবে যখন ভয়ডরহীন ক্রিকেটের কথা বলেছি, প্লেয়ারদের মধ্যে এই বিষয়গুলোই দেখেছি।’