AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫৯ এ পা দিলেন রবি শাস্ত্রী

বিরাটদের হেড স্যারের আজ জন্মদিন (Birthday)। ৫৯ এ পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী (Ravi Shastri)। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শাস্ত্রী। বর্তমানে টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচের (Head Coach) ভূমিকায় রয়েছেন বিশ্বজয়ী রবি শাস্ত্রী। জন্মদিনে ছবিতে শাস্ত্রীর কেরিয়ারের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক....

| Updated on: May 27, 2021 | 2:27 PM
Share
রবি শাস্ত্রী তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। শাস্ত্রীর টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮১ সালে। (সৌজন্যে-টুইটার)

রবি শাস্ত্রী তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। শাস্ত্রীর টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮১ সালে। (সৌজন্যে-টুইটার)

1 / 5
১৯৮৫ সালে রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে "চ্যাম্পিয়নস অফ চ্যাম্পিয়নস" নির্বাচিত হয়েছিলেন।(সৌজন্যে-  টুইটার)

১৯৮৫ সালে রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে "চ্যাম্পিয়নস অফ চ্যাম্পিয়নস" নির্বাচিত হয়েছিলেন।(সৌজন্যে- টুইটার)

2 / 5
রবি শাস্ত্রীর কেরিয়ারে "চাপাটি শট" তাঁকে একসময় বিখ্যাত করে তুলেছিল।(সৌজন্যে-টুইটার)

রবি শাস্ত্রীর কেরিয়ারে "চাপাটি শট" তাঁকে একসময় বিখ্যাত করে তুলেছিল।(সৌজন্যে-টুইটার)

3 / 5
ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলতেন শাস্ত্রী। (সৌজন্যে- বিসিসিআই টুইটার)

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলতেন শাস্ত্রী। (সৌজন্যে- বিসিসিআই টুইটার)

4 / 5
কেরিয়ারে ২৩০ টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯৩৮ রান করেছেন। পাশাপাশি ২৮০ টি উইকেটও নিয়েছেন শাস্ত্রী।(সৌজন্যে-টুইটার)

কেরিয়ারে ২৩০ টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯৩৮ রান করেছেন। পাশাপাশি ২৮০ টি উইকেটও নিয়েছেন শাস্ত্রী।(সৌজন্যে-টুইটার)

5 / 5