Ravichandran Ashwin: ‘কথা রাখলেন’ রবিচন্দ্রন অশ্বিন! কী বলছেন কিংবদন্তি অনিল কুম্বলে?
Ravichandran Ashwin-Anil Kumble: টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই মাপা হয় তাঁর সাফল্য। উইকেটের দিক থেকে কুম্বলে শিখরে। কিংবদন্তির পরই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকা অবসরে যেন কথাও রাখলেন রবি! কী বলছেন অনিল কুম্বলে?
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেট শিকারী অনিল কুম্বলে। দেশের এই প্রাক্তন ক্রিকেটার পরবর্তীতে জাতীয় দলকে কোচিংও করিয়েছেন। তাঁর টিমে ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। কিংবদন্তি অনিল কুম্বলে, হরভজন সিংয়ের পর দেশের সেরা স্পিনার মানা হয় অশ্বিনকে। ক্রিকেটে সনাতনী ফরম্যাটকে সাফল্যের মূল ধরা হয়। টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই মাপা হয় তাঁর সাফল্য। উইকেটের দিক থেকে কুম্বলে শিখরে। কিংবদন্তির পরই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকা অবসরে যেন কথাও রাখলেন রবি! কী বলছেন অনিল কুম্বলে?
টেস্টে ৬১৯ উইকেট রয়েছে অনিল কুম্বলের। ১৩২ ম্যাচ, ২৩৬ ইনিংসে এই উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। সেরা বোলিং ইনিংসে পারফেক্ট টেন। ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন ৩৫ বার। এ বার অশ্বিন প্রসঙ্গে আসা যাক। ১০৬ ম্যাচ ২০০ ইনিংসে অশ্বিন নিয়েছেন ৫৩৭টি উইকেট। ফাইফার ৩৭ বার। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি এবং বিশ্বে দ্বিতীয়। অশ্বিন কি কুম্বলেকে উইকেট সংখ্যায় ছাপিয়ে যেতে পারতেন? তার জন্য আরও ৮৩ উইকেট নিতে হত অশ্বিনকে। আর ২০টা টেস্ট খেললে হয়তো এটা অসম্ভব হত না। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে আজই বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এই খবরটিও পড়ুন
কথা রাখলেন, কেন বলা হচ্ছে? একবার এক সাক্ষাৎকারে অশ্বিনকে বলা হয়েছিল, ও যে ভাবে এগচ্ছে তাতে দ্রুতই হয়তো কিংবদন্তি অনিল কুম্বলের উইকেট ছাপিয়ে যাবেন। যদিও অশ্বিন চমকে দিয়েছিলেন জবাবে। কিংবদন্তি অনিল কুম্বলেকে প্রশংসায় ভরিয়ে অশ্বিন জানিয়েছিলেন, যেদিন তিনি কুম্বলের উইকেট সংখ্যার কাছে পৌঁছবেন সেই মুহূর্তেই অবসর নিয়ে নেবেন। সহজ কথায়, অনিল কুম্বলের উইকেট সংখ্যা ছাপিয়ে যাবেন না, এমনটাই বলেছিলেন অশ্বিন। সে কারণেই বলা হচ্ছে, কথা রাখলেন।
অশ্বিনের অবসরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে বার্তা দিতে ভোলেননি প্রাক্তন কোচ কিংবদন্তি কুম্বলে। লিখেছেন-আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র উপর উইকেট, অনবদ্য সাফল্য ছাড়া আর কী বলা যেতে পারে। তোমার দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা। মাঠের বাইরে তোমার আগামী দিন আরও বর্ণময় হয়ে উঠুক।
.@ashwinravi99, your journey has been nothing short of extraordinary! With over 700 international wickets and a keen cricketing mind, you are one of the finest to have graced the field. Congratulations on a stellar career, and here’s to an even brighter future off the field! 👏🏽🇮🇳 pic.twitter.com/60lbNnyPi8
— Anil Kumble (@anilkumble1074) December 18, 2024