Ravindra Jadeja: জাডেজাই হবেন সিএসকে এক্স ফ্যাক্টর, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 14, 2023 | 10:33 AM

CSK: চোট সারিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছেন জাডেজা (Ravindra Jadeja)। ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলের হয়ে সমান উৎসাহ নিয়ে পারফর্ম করেছেন। এ বার পালা আইপিএলের।

Ravindra Jadeja: জাডেজাই হবেন সিএসকে এক্স ফ্যাক্টর, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ক্রিকেটারের

Follow Us

কলকাতা: রবীন্দ্র জাডেজার প্রশংসা করতে কোনও সুযোগ ছাড়েন না হরভজন সিং (Harbhajan Singh)। জাড্ডুকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলে মানেন তিনি। সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জাডেজা (২২)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ হতেই ভারতীয় দলের সদস্যরা ঢুকে পড়বেন আইপিএল (IPL 2023) মোডে। ভুল বোঝাবুঝির পালা শেষ করে চলতি বছরে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে জাডেজাকে। এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে জাডেজাই হতে পারেন এক্স ফ্যাক্টর। দৃঢ় বিশ্বাস প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের। চোট সারিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছেন জাডেজা (Ravindra Jadeja)। ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলের হয়ে সমান উৎসাহ নিয়ে পারফর্ম করেছেন। এ বার পালা আইপিএলের। টি-২০ ফ্র্যাঞ্চাইজির হয়েও জাডেজা হতে পারেন মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভরসার পাত্র। ভবিষ্যদ্বাণী করছেন ভাজ্জি। বিস্তারিত TV9 bangla-র এই প্রতিবেদনে।

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট লিগের নতুন সংস্করণের সময় ঘনিয়ে আসছে। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি হরভজন সিং জানিয়েছেন যে এ বারের সংস্করণে CSK-র ট্রাম্প কার্ড কে হতে চলেছেন? দলের শক্তি এবং দুর্বলতা। এক্স-ফ্যাক্টর কে হবেন এবং এই বছরের টুর্নামেন্টে দল কেমন হবে? হরভজন বলেন, ” একজন মানুষ যাঁর দিকে সবার নজর থাকা উচিত তিনি হলেন রবীন্দ্র জাডেজা। বিশেষ করে তিনি কীভাবে সিএসকে-এর হয়ে ব্যাট করেন। তাঁকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা হতে পারে। পাশাপাশি তাঁকে চার ওভার বল করতে হবে। বিশ্ব ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে দেখলে আমার মনে হয় না তার চেয়ে ভালো অলরাউন্ডার আর কেউ আছে। তাই আমি রবীন্দ্র জাডেজাকে আইপিএলে দেখার অপেক্ষায় আছি। আমার জন্য দলের এক্স ফ্যাক্টর হবেন জাডেজা। কারণ বোলার এবং ব্যাটার হিসেবে তিনি এই কন্ডিশনে খুবই সফল। এত বছর ধরে খেলছেন। তাই আমার জন্য অবশ্যই দলের ‘এক্স ফ্যাক্টর’ হতে চলেছেন রবীন্দ্র জাডেজা।”

হরভজন সিএসকে দলের শক্তি এবং তাদের বাড়ির সুবিধা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, “এই দলের সবচেয়ে বড় শক্তি এমএস ধোনি। তিনি দলের হৃদস্পন্দন। তিনি দলকে খুব ভালো জানেন এবং দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে থেকে সেরাটা বের করে আনার মতো সম্ভবত সেরা ব্যক্তি। ঘরের মাঠে CSK-এর সবচেয়ে বড় সুবিধা হল সমর্থকদের সমাগম। এই ভিড় দলের মনোবল বাড়ায়। সিএসকে সমর্থকরা এমন যে দল জিতলে তো বটেই, হারলেও তারা সবসময় তাদের সমর্থন করবে।”

Next Article