MS Dhoni Fans ভিডিয়ো: ব্যাটিংয়ে নামছিলেন জাডেজা, ধোনির জন্য হঠাৎ ড্রেসিংরুমে ফিরে গেলেন!

Apr 09, 2024 | 1:09 PM

IPL 2024, Ravindra Jadeja: এরপর সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও ব্য়াট হাতে নেমেছিলেন ধোনি। মাত্র ২ বল খেলেছিলেন। চিপকের গ্যালারির সাধ পূরণ হচ্ছিল না। কেকেআর মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেওয়ায় ধোনির নামার সম্ভাবনা ছিল না বললেই চলে। তৃতীয় উইকেট হিসেবে শিবম দুবে আউট হন। তখন চেন্নাইয়ের প্রয়োজন ১৯ বলে মাত্র তিন রান। গ্যালারির মন ভাঙছিল ক্রমশ। যা আরও উস্কে দেন রবীন্দ্র জাডেজা। সকলেই প্রার্থনা করছিলেন থালাকে ব্যাটিংয়ে দেখার।

MS Dhoni Fans ভিডিয়ো: ব্যাটিংয়ে নামছিলেন জাডেজা, ধোনির জন্য হঠাৎ ড্রেসিংরুমে ফিরে গেলেন!
Image Credit source: ScreenGrab

Follow Us

রবীন্দ্র জাডেজার বদলা কি সম্পূর্ণ হল? হঠাৎ এমন প্রশ্ন কেন! গত মরসুমে চেন্নাই সমর্থকরা তাঁকে ‘বিদ্রুপ’ করায় অভিমানী হয়েছিলেন জাডেজা। তিনি আউট হলেই গ্যালারিতে বিশাল চিৎকার। এর কারণ, এরপর ব্যাট হাতে নামতেন মহেন্দ্র সিং ধোনি। জাডেজা আউট হওয়ার আক্ষেপ নয় বরং ধোনি নামবেন, এই কারণেই প্রবল গর্জন শোনা যেত। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে এ মরসুমে প্রথম বার ব্যাট হাতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। সেটাই কি আদৌ হত?

মহেন্দ্র সিং ধোনি এত নীচে কেন ব্যাটিংয়ে নামছেন, এ নিয়ে প্রশ্ন উঠছিল। চেন্নাই সুপার কিংস এ বার প্রথম দুটি ম্যাচ খেলেছে চিপকে। এক ম্যাচেও ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি এমএস ধোনির। অবশেষে তাঁকে ব্যাটিংয়ে দেখা গিয়েছিল বিশাখাপত্তনমে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়ায় নেমেছিল চেন্নাই। আট নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন মাহি। উল্টোদিকে রবীন্দ্র জাডেজা থাকলেও কয়েকটি সিঙ্গল মানা করেছেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ১৬ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ম্যাচটি যদিও জিততে পারেনি চেন্নাই।

এরপর সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও ব্যাট হাতে নেমেছিলেন ধোনি। মাত্র ২ বল খেলেছিলেন। চিপকের গ্যালারির সাধ পূরণ হচ্ছিল না। কেকেআর মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেওয়ায় ধোনির নামার সম্ভাবনা ছিল না বললেই চলে। তৃতীয় উইকেট হিসেবে শিবম দুবে আউট হন। তখন চেন্নাইয়ের প্রয়োজন ১৯ বলে মাত্র তিন রান। গ্যালারির মন ভাঙছিল ক্রমশ। যা আরও উস্কে দেন রবীন্দ্র জাডেজা। সকলেই প্রার্থনা করছিলেন থালাকে ব্যাটিংয়ে দেখার।

চিপকের গ্যালারিকে ‘সবক’ শেখাতে হঠাৎই দেখা যায় পুরোপুরি রেডি হয়ে ড্রেসিংরুম থেকে বেরোচ্ছেন রবীন্দ্র জাডেজা। গ্যালারির ফের মন ভাঙে। তিনটে রান তো চাই। জাডেজা নামলে ধোনির ব্যাটিং দেখা যাবে না। সেটা যে শুধুই মজা ছিল, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলেন।

জাডেজা নামলেন ঠিকই, ড্রেসিংরুমের বাইরে বেরিয়ে ফের ঢুকে গেলেন। চমক অপেক্ষা করছিল! তেমনই। কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখা যায় ব্যাট হাতে নামছেন ধোনি। আসলে তাঁরই নামার কথা ছিল। স্রেফ মজা করতেই ব্যাট হাতে নামার ভান করছিলেন জাডেজা। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। জাডেজা যেন গোঁফে তা দিয়ে বলছেন, কেমন দিলুম!

Next Article