RCB vs MI Highlights, IPL 2023: বিরাট জয়, ছয় মেরে ম্যাচ ফিনিশ কোহলির
Royal Challengers Bangalore vs Mumbai Indians, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ রবিবার ছিল আইপিএলের (IPL) ডাবল হেডার। রবিবাসরীয় দুপুরে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এক পেশে জয় রাজস্থানের। রবিরাতে আরসিবির ঘরের মাঠে মুখোমুখি ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই ম্যাচেও একপেশে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। একদিকে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই অন্য দিকে একবারও আইপিএল ট্রফি জয়ের স্বাদ না পাওয়া আরসিবি। টানা তিন বছর প্লে-অফ অবধি পৌঁছেছিল আরসিবি। এ বারও দাপুটে শুরু। টস হেরে প্রথমে ব্যাটিং মুম্বইয়ের। তাদের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ডু’প্লেসি-বিরাটের ১৪৮ রানের ওপেনিং জুটি। ডু’প্লেসি ৭৩ রানে আউট হলেও, অপরাজিত ৮২ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয়ে মরসুম শুরু বিরাটদের। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন আরসিবি-মুম্বই ম্যাচের খুঁটিনাটি তথ্য।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- প্রথম ম্যাচেই বিরাট জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
- টস জিতে ফিল্ডিং নেয় আরসিবি।
- মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৭১-৭ স্কোরে আটকে রাখে।
- রান তাড়ায় নেমে ফাফ ডু’প্লেসি-বিরাট কোহলির শতরানের (১৪৮) জুটি।
- একটা সময় মনে হয়েছিল ১০ উইকেটেই জিতবে আরসিবি।
- ওপেনিংয়ে ১৪৮ রানের জুটির পর আউট ডুপ্লেসি।
- ৪৩ বলে ৭৩ রানে ফেরেন ফাফ।
- ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন বিরাট কোহলি। ৪৯ বলে ৮২ রানে অপরাজিত বিরাট।
- ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়।
-
চিন্নাস্বামীতে স্বাগত
৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। চার বছর পর ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ। স্মরণীয় করে রাখলেন বিরাট।
-
-
ফাফ-হাফ সেঞ্চুরি
মরসুমের প্রথম ম্য়াচেই অর্ধশতরান। ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বিরাটের সঙ্গে তৃতীয় বার সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন ডুপ্লেসি।
-
পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ রান তুলল আরসিবি। পীযুষ চাওলার বোলিংয়ে ডু’প্লেসির ক্য়াচ ফসকালেন কিপার ঈশান কিষাণ।
-
ইমপ্য়াক্ট
মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন জেসন বেহরেনডর্ফ। এই বাঁ হাতি পেসারকে দিয়ে বোলিং ওপেন করাচ্ছেন রোহিত শর্মা। বাঁ হাতি পেসারের বিরুদ্ধে চাপে থাকেন বিরাট। প্রথম বলেই অবশ্য রানের খাতা খুললেন। দ্বিতীয় ওভারে আর্শাদ খানের ওয়াইডের হ্যাটট্রিক।
-
-
মুম্বইয়ের ইনিংস শেষ
- টসে হেরে প্রথমে ব্যাটিং করল মুম্বই।
- নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে মুম্বই।
- মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিলক ভার্মা (৮৪*)।
- আরসিবির হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন করণ শর্মা।
- আরসিবির টার্গেট ১৭২।
-
হৃতিক আউট
মুম্বইয়ের সাত নম্বর উইকেটের পতন। হৃতিক শোকিনকে ফেরালেন হর্ষল প্যাটেল। দারুণ ক্যাচ নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
-
হাফসেঞ্চুরি তিলকের
১৭তম ওভারে আকাশদীপের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান করলেন তিলক। ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিলক ভার্মা।
-
টিম ডেভিড আউট
টিম ডেভিডের উইকেট হারিয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল রোহিতের দল। ৪ রান করে মাঠ ছাড়লেন অজি তারকা।
-
১৫ ওভারে মুম্বই
মুম্বইয়ের ইনিংসের আর ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
-
নেহাল আউট
২১ রান করে মাঠ ছাড়লেন নেহাল ওয়াদেরা। পঞ্চম ধাক্কা খেল মুম্বই।
-
নেহাল-তিলক জুটির ৫০ রানের পার্টনারশিপ
নেহাল-তিলক জুটির ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
১০ ওভার শেষ মুম্বইয়ের
ইনিংসের মাঝপথে মুম্বই। ৪ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলেছে ৫৫ রান।
-
সূর্য আউট
সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন মাইকেল ব্রেসওয়েল। ১৫ রান করে মাঠ ছাড়লেন সূর্য। চতুর্থ উইকেট হারাল মুম্বই।
-
কাঁধে চোট পেলেন টপলি
ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন রিস টপলি।
-
পাওয়ার প্লে শেষ
মুম্বইয়ের পাওয়ার প্লে শেষ। ৬ ওভারের পর ৩ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ২৯ রান।
-
রোহিত আউট
আকাশদীপ তুলে নিলেন রোহিত শর্মার উইকেট। তৃতীয় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স।
-
MI এর ৫ ওভার শেষ
৫ ওভারের পর মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৯। ক্রিজে রোহিত ও সূর্যকুমার যাদব।
-
রোহিতের ক্যাচ মিস
৮ বলে ১ রান করে বড় শট মারতে গিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ক্যাচ ধরার জন্য ছুটে এগিয়ে যান উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক এবং মহম্মদ সিরাজ। দু’জনের ধাক্কা লেগে যাওয়ায় ক্যাচটি মিস হয়ে যায়।
-
গ্রিন ফিরলেন ড্রেসিংরুমে
রেকর্ড অর্থে ক্যামেরন গ্রিনকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচে ৫ রান করে মাঠ ছাড়লেন গ্রিন। ৩.৩ ওভারে গ্রিনের স্টাম্প ছিটকে দিলেন রিস টপলি।
-
৩ ওভারের খেলা শেষ মুম্বইয়ের
মুম্বই ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে। ক্রিজে ক্যামেরন গ্রিন ও রোহিত শর্মা।
-
ঈশানের উইকেট হারাল MI
১৩ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। প্রথম উইকেট হারাল MI। মহম্মদ সিরাজের বলে বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিয়েছেন হর্ষল প্যাটেল।
-
১৪২৮ দিনের অপেক্ষা
১৪২৮ দিন পর চিন্নাস্বামীর মাঠে খেলতে নেমেছেন বিরাট কোহলি। চিন্নাস্বামীর গ্যালারি জুড়ে কোহলির ধ্বনি। স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড়।
-
মুম্বইয়ের ইনিংস শুরু
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। নতুন বল হাতে এলেন মহম্মদ সিরাজ।
-
সেলিম দুরানিকে শ্রদ্ধা
আজ সকালেই প্রয়াত হন ৮৮ বছরের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে হায়দরাবাদের মাঠে শ্রদ্ধা জানানো হয়েছিল প্রয়াত প্রাক্তন ক্রিকেটারকে। এ বার আরসিবি বনাম মুম্বই ম্যাচের আগেও সেলিম দুরানিকে শ্রদ্ধা জানানো হল।
পড়ুন: কাবুলে জন্ম, কর্ম ভারতে; প্রয়াত ছক্কা হাঁকানোর কারিগর সেলিম দুরানি
-
ব্যাঙ্গালোরের একাদশ
আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, আকাশদীপ, রিস টপলি, করণ শর্মা ও মহম্মদ সিরাজ।
সাবস্টিটিউট – ডেভিড উইলি, সোনু যাদব, মোহিপাল লোমরোর, সূয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।
-
মুম্বইয়ের একাদশ
মুম্বইয়ের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার, আর্শাদ খান, পীযুষ চাওলা।
সাবস্টিটিউ – জেসন বেহরেনডর্ফ, বিষ্ণু বিনোদ, রমনদীপ সিং, শামস মুলানি, সন্দীপ ওয়ারিয়র।
-
মাইলস্টোন অ্যালার্ট
নয়া মাইলস্টোন গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ২০০ টি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন্সির রেকর্ড গড়লেন হিটম্যান।
2⃣0⃣0⃣th T20 match as ??????? – Another milestone for ℍ????ℕ ??#OneFamily #RCBvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL
— Mumbai Indians (@mipaltan) April 2, 2023
-
টস আপডেট
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
-
আরসিবি জার্সিতে মাইলস্টোনের মুখে সিরাজ
রবিরাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি উইকেট নিতে পারলেই আরসিবির জার্সিতে মহম্মদ সিরাজের ৫০টি উইকেট পূর্ণ হবে।
-
মাইলস্টোনের সামনে হর্ষল
আরসিবির তারকা ক্রিকেটার হর্ষল প্যাটেল আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩টি উইকেট নিতে পারলে আইপিএলে তাঁর ১০০টি উইকেট পূর্ণ হবে।
-
মাইলস্টোনের সামনে ম্যাক্সি
আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩টে চার মারতে পারলেই আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ২০০টি চার পূর্ণ হবে।
-
RCB vs MI প্রিভিউতে চোখ বুলিয়ে নিন
সুপার সানডে-তে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ প্রিভিউ।
বিস্তারিত পড়ুন – RCB vs MI IPL 2023 Match Prediction: ছোট মাঠে আরসিবি বনাম মুম্বইয়ের বিরাট ম্যাচ
-
চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে গেল আরসিবি
রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার জন্য তৈরি বিরাট কোহলির আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে গেলেন দু’প্লেসি-হর্ষলরা।
Finding the fastest route ? from our hotel to Namma Chinnaswamy, because we can’t wait to see you! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvMI pic.twitter.com/t9Qv3bmMr5
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 2, 2023
-
সুপার সানডে-র ধামাকাদার ম্যাচ
আর এক ঘণ্টা পর শুরু হবে সুপার সানডে-র ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ।
The action soon moves to Bengaluru in today's Super Sunday double-header!
And we have a cracker of a contest coming up at the M. Chinnaswamy Stadium ?@RCBTweets face @mipaltan in Match 5️⃣ of #TATAIPL ?
Let's hear who you're rooting for – ❤️ or ? #RCBvMI pic.twitter.com/ANBswQB2zl
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
Published On - Apr 02,2023 6:30 PM