RCB vs RR, IPL 2022, Match 39 Result: ব্যাঙ্গালোরের রয়্যালদের হারিয়ে লিগ শীর্ষে রাজস্থানের রয়্যালরা

| Edited By: | Updated on: Apr 26, 2022 | 11:23 PM

Royal Challengers Bangalore vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs RR, IPL 2022, Match 39 Result: ব্যাঙ্গালোরের রয়্যালদের হারিয়ে লিগ শীর্ষে রাজস্থানের রয়্যালরা
ফাফ বনাম সঞ্জুর লড়াই

পুনে: ৮টি ম্যাচ, রান মাত্র ১১৯। গড় ১৭। স্ট্রাইক রেট ১২২.৬৮। নাহ কোনও বোলারের ব্যাটিং রেকর্ড আপনাকে দিলাম না। এটা বর্তমান ক্রিকেটের সব থেকে বড় ব্যাটসম্যান বিরাট কোহলির এ বারের আইপিএল রেকর্ড। আজও পারলেন না। ৯ রানে ফিরলেন প্যাভেলিয়ানে। আজ ভাগ্য বদলাতে জায়গা বদলেছিলেন। তিন নম্বরের বদলে অধিনায়ক ফাফের সঙ্গে ওপেন করতে এসেছিলেন। প্রথম ওভারে দুটি চার, বিরাট ভক্তদের বিরাট আনন্দ দিয়েছিল, কিন্তু তাঁর কি জানতেন মাত্র ১০ বলের বেশি এই আনন্দ টিকবে না! বিরাটের ধারাবাহিক ব্যর্থকার পাশাপাশি ফাফের নতুন চিন্তা ম্যাক্সওয়েলের ফর্ম। আরও একটা ম্যাচে ০ রানে আউট ম্যাক্সি। আইপিএলে (IPL 2022) এখন একটা হার মানেই কয়েক ধাপ পিছিয়ে পরা। রয়্যাল চ্যালেঞ্জার্স (Royal Challengers Bangalore) শিবির সেটা ভালই টের পাচ্ছে। ১৪৪ রান তাড়া করতে নেমেও ম্যাচ জিততে পারল না তারা। রাজস্থান (Rajasthan Royals) ম্যাচ জিতল ২৯ রানে। ৪টি উইকেট নিয়ে দলকে বড় জয় এনে দিলেন তরুণ পেসার কুলদীপ সেন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।

Key Events

২৯ রানে ম্যাচ জয় রাজস্থানের

রাজস্থান রয়্যালস – ১৪৪/৮ (২০)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১১৫ (১৯.৩)

আবার ব্যর্থ বিরাট

মাত্র ৯ রানে আউট বিরাট কোহলি

আবার ০ ম্যাক্সওয়েলের

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Apr 2022 11:16 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১১৫ (১৯.৩)

    ২৯ রানে ম্যাচ জিতে লিগ শীর্ষে রাজস্থান

  • 26 Apr 2022 10:51 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৯০/৬ (১৫)

    ৩০ বলে ম্যাচ জিততে আরসিবির চাই ৫৫ রান।

  • 26 Apr 2022 10:22 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৫৮/৪ (১০)

    ৬০ বলে আরসিবির চাই ৮৫ রান।

  • 26 Apr 2022 09:56 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩৭/১ (৬)

    পাওয়ার প্লে শেষে ৩৭ রান আরসিবির। ৮৪ বলে চাই ১০৮ রান।

  • 26 Apr 2022 09:40 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০/১ (২)

    আবার ব্যর্থ বিরাট কোহলি। ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারে কৃষ্ণার বলে আউট কোহলি। করলেন মাত্র ৯ রান।

  • 26 Apr 2022 09:15 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ১৪৪/৮ (২০)

    ২০ ওভারে ১৪৪ রান বোর্ডে তুলল রাজস্থান রয়্যালস। আরসিবির হয়ে দুটি করে উইকেট সিরাজ, হ্যাজেলউড ও হাসারাঙ্গার।

  • 26 Apr 2022 08:49 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ১০০/৫ (১৫)

    ম্যাচের রাশ ফাফের বোলারদের দখলে

  • 26 Apr 2022 08:28 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ৮৩/৪ (১১)

    ইনিংস সামলানোর চেষ্টায় মিচেল ও রিয়ান

  • 26 Apr 2022 07:54 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ৩৩/৩ (৪.১)

    পরপর উইকেট হারিয়ে চাপে রাজস্থান, আউট বাটলার পাড়িক্কল ও অশ্বিন।

  • 26 Apr 2022 07:02 PM (IST)

    টস জিতলেন ফাফ

    টস জিতে বোলিং করার সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসির।

  • 26 Apr 2022 06:39 PM (IST)

    টাননাট লড়াইয়ের অপেক্ষা

Published On - Apr 26,2022 6:30 PM

Follow Us: