Ranji Trophy: টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, সেমিফাইনালে ৪ উইকেট MP পেসারের

Ranji Trophy 2024, Semifinal: রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকাকালীন বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। দীর্ঘ সময় বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। পেস বোলারদের দুর্দান্ত একটা পুল তৈরি করেছিলেন ভরত অরুণ। রাহুল দ্রাবিড়রাও তেমনই করতে চাইছেন। বুমরা, সিরাজরা রয়েছেন। মহম্মদ সামির চোট। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে একঝাঁক তরুণ পেসারকে প্রস্তুত রাখা হচ্ছে।

Ranji Trophy: টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, সেমিফাইনালে ৪ উইকেট MP পেসারের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 02, 2024 | 6:29 PM

এখনও পরিণত নন! টেস্ট অভিষেকের অপেক্ষা করেই চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ছিলেন। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমাররা থাকায় তাঁকে দেশের মাটিতে সুযোগ দেওয়ার পরিস্থিতি ছিল না। পরের দিকে বাড়তি গতির জন্য টেস্টে আনা হয় আকাশ দীপকে। বেঞ্চে বসে থাকার চেয়ে রঞ্জি ট্রফির ম্যাচে নিজেকে আরও দক্ষ করাই শ্রেয়। বোর্ড তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। তাঁকে নির্দেশ দেওয়া হয় রঞ্জিতে খেলতে। বোর্ডের নির্দেশে রঞ্জিতে খেলছেন। কেন্দ্রীয় চুক্তিতেও রয়েছেন। নিজেকে ক্রমশ যেন পরিণত করে তুলছেন আবেশ খান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকাকালীন বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। দীর্ঘ সময় বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। পেস বোলারদের দুর্দান্ত একটা পুল তৈরি করেছিলেন ভরত অরুণ। রাহুল দ্রাবিড়রাও তেমনই করতে চাইছেন। বুমরা, সিরাজরা রয়েছেন। মহম্মদ সামির চোট। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে একঝাঁক তরুণ পেসারকে প্রস্তুত রাখা হচ্ছে। মুকেশ কুমার, আকাশ দীপের পাশাপাশি রঞ্জিতে ভালো পারফর্ম করা আবেশ খান, বিদ্বথ কাভেরাপ্পা, বিজয়কুমার বিশাখ, উমরান মালিকও রয়েছেন এই পুলে। আবেশ খান বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি।

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও তাঁকে রঞ্জি খেলার নির্দেশ দেওয়া হয়। সেমিফাইনালে অনবদ্য বোলিং আবেশের। বিদর্ভকে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানেই অলআউট করে মধ্যপ্রদেশ। এর অন্যতম কারিগর আবেশ খান। প্রথম ইনিংসে আবেশের দখলে চার উইকেট। আবেশের অনবদ্য বোলিংয়ের সুফল পেয়েছে দল। মধ্যপ্রদেশ ব্যাটাররা এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, সেটাই এখন দেখার। প্রথম দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে নিয়েছে মধ্যপ্রদেশ।