নয়াদিল্লি: রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কখনও ভারতের সিনিয়র টিমের কোচ হতে পারেন, ভাবেনইনি। রবি শাস্ত্রীর (Ravi Shastri) পরিবর্ত কোচ হিসেবে সেই রাহুলকে দেখেই রীতিমতো বিস্মিত রিকি পন্টিং (Ricky Ponting)। শুধু তাই নয়, প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে এক সময় বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই তথ্যও ফাঁস করেছেন দিল্লি ক্যাপিটালসের কোচ।
দ্রাবিড় প্রসঙ্গে পন্টিং বলেছেন, ‘দ্রাবিড়কে ভারতের সিনিয়র টিমের কোচ হতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। ওর সঙ্গে এর আগে আমার যখনই কথা হয়েছে, ও বলেছে অনূর্ধ্ব ১৯ টিমের কোচিং করিয়ে ও তৃপ্ত। ওর পারিবারিক জীবন সম্পর্কে আমি খুব বেশি জানি না। তবে এটা জানি যে, ওর ছোট্ট ছেলে আছে। সেই কারণেই হয়তো ও বাচ্চাদের কোচিং করিয়ে আনন্দ পেত। সেই দ্রাবিড়কে যখন ভারতের সিনিয়র টিমের দায়িত্ব নিতে দেখলাম, কিছুটা হলেও অবাক হয়েছিলাম।’
রাহুল দ্রাবিড় কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নেমে পড়েছে ভারত। প্রথম ম্যাচে রোহিত শর্মার টিম জিতেওছে। জয় দিয়ে কোচিং জীবন শুরু করা দ্য ওয়াল-কে নিয়ে তীব্র উচ্ছ্বাসও রয়েছে সব মহলে। যা মনে করিয়ে দিয়ে পন্টিং বলছেন, ‘ও কোচ হওয়ার পর লোকে বলছে যে, ঠিক লোককে ভারতীয় টিমের কোচ করা হয়েছে। তার মানে, দ্রাবিড়ই ওই দায়িত্ব সামলানোর যোগ্য লোক।’
পন্টিংকেও এক সময় ভারতের কোচ হওয়ার প্রস্তাব যে দেওয়া হয়েছিল, তাও ফাঁস করে দিয়েছেন তিনি। প্রাক্তন অজি ক্রিকেটারের কথায়, ‘কিছু দায়িত্বশীল লোকের সঙ্গে আইপিএলের সময় আমার কথা হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছিল, তারা এটাকে বাস্তবায়িত্ব করার ক্ষমতাও রাখে। তাদের আমি সরাসরি বলেছিলাম, খুব বেশি সময় দিতে পারব না।’