ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতকে হারানো যায়, সকলে যেন ভুলেই গিয়েছিল। দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে প্রথম বার ঘরের মাঠে হার। শুধু তাই নয়, এর আগে দেশে ২ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র একবারই ক্লিনসুইপ হয়েছিল ভারত। দুইয়ের বেশি টেস্ট রয়েছে এমন সিরিজে কোনও দিনই ভারতের মাটিতে ভারতকে ক্লিনসুইপ করতে পারেনি কোনও দল। এ বার এমন অনেক কিছুই প্রথম বার হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির অপেক্ষার মাঝে এমন নানা বিষয় এখনও ঘোরাফেরা করছে। ঘরের মাঠে কেন হার ভারতের? বিশ্লেষণ করলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।
আইসিসি রিভিউতে রিকি পন্টিং বলেন, ‘সত্যি বলতে, আমি একেবারেই এটা প্রত্যাশা করিনি। বিশেষ করে এই নিউজিল্যান্ডের কাছে। কেন উইলিয়ামসনের মতো ব্যাটার ছিলেন না। উপমহাদেশে ওর রেকর্ড সকলেরই জানা। উইলিয়ামসনকে ছাড়া এমন রেজাল্ট প্রশংসার যোগ্য। সার্বিক ভাবে বলতে পারি, এই সিরিজে ভারতের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। দক্ষ স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা সাফল্য পায়নি। এটাই কারণ হয়ে দাঁড়িয়েছে।’
রিকি পন্টিং আরও যোগ করেন, ‘এই সিরিজে আরও একটা বিষয় কিন্তু প্রকাশ্যে এসেছে। স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা আর আগের মতো দক্ষ নয়। বর্তমানে যাঁরা খেলছে, তাদের কোয়ালিটি স্পিন খেলার মতো টেকনিক নেই। এটাই এই সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হারের পরই পুনেতে স্পিন সহায়ক পিচ বানানো হয়। শুধু তাই নয়, মুম্বইতে পুরোপুরি ঘূর্ণি পিচ। শেষ অবধি সেটাই কাল হয়ে দাঁড়ায় ভারতের।