Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: বিরাটকে ছেড়ে রোহিতে নজর, ফের ব্যাটের বায়না; MI এর বার্তা ‘রিঙ্কুর থেকে সাবধান’

Watch Video: সম্প্রতি রিঙ্কু সোজা পৌঁছে গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান এর ড্রেসিংরুমে। সেখানে তাঁর নজর ছিল রোহিত শর্মার কিট ব্যাগ এর দিকে। রিঙ্কুকে নিজেদের ড্রেসিংরুমে দেখে মজা করতে শুরু করেন মুম্বইয়ের তরুণ তুর্কি তিলক ভার্মা। পুরো ঘটনার ভিডিয়ো মুম্বই ইন্ডিয়ান্স তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে।

Rinku Singh: বিরাটকে ছেড়ে রোহিতে নজর, ফের ব্যাটের বায়না; MI এর বার্তা 'রিঙ্কুর থেকে সাবধান'
বিরাটকে ছেড়ে রোহিতে নজর, ফের ব্যাটের বায়না; MI এর বার্তা 'রিঙ্কুর থেকে সাবধান'Image Credit source: MI X
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 2:36 PM

কলকাতা: রিঙ্কু সিংকে (Rinku Singh) পছন্দ করেন না, এমন ক্রিকেট প্রেমী খুবই কম রয়েছেন। তিনি অত্যন্ত হাসি খুশি একটা মানুষ। দুর্দান্ত ক্রিকেটার। সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন। তাঁর মুখে যে কারণে সব সময়েই হাসি লেগে থাকে। সিনিয়রদের থেকে রিঙ্কু মাঝে মাঝে নানা বায়না করে থাকেন। গত বারের আইপিএলের সময়ে তিনি বিরাট কোহলির কাছ থেকে ব্যাট চেয়েছিলেন। কেকেআরের তারকার সেই আব্দার রেখেছিলেন বিরাট। তবে একবার নয়। বিরাট কোহলির কাছ থেকে গত আইপিএলের সময় ২ বার ব্যাট নিয়েছিলেন আলিগড়ের নবাব। এ বার কোহলিকে রেহাই দিয়ে তিনি পিছনে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি রিঙ্কু সোজা পৌঁছে গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান এর ড্রেসিংরুমে। সেখানে তাঁর নজর ছিল রোহিত শর্মার কিট ব্যাগ এর দিকে। রিঙ্কুকে নিজেদের ড্রেসিংরুমে দেখে মজা করতে শুরু করেন মুম্বইয়ের তরুণ তুর্কি তিলক ভার্মা। পুরো ঘটনার ভিডিয়ো মুম্বই ইন্ডিয়ান্স তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। সেখানে একটি বার্তাও দিয়েছে হার্দিকের টিম।

মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যায়, রোহিত নিজের কিটব্যাগ থেকে একটি ব্যাট হাতে নিতে দেখছেন। পাশেই দাঁড়িয়েছিলেন রিঙ্কু সিং। সেই ভিডিয়োতে তিলক ভার্মাকে বলতে শোনা যায়, “নিজের নামে ব্যাট আছে ওর। ভালো ভালো ব্যাট আছে। তারপরও ভাইয়ার থেকে ব্যাট খুঁজছে।” এরপর অত্যন্ত ক্যাজুয়ালি রিঙ্কু বলেন, “ভালোবেসে দিলে নিয়ে নেব।”

এই খবরটিও পড়ুন

এরপর রিঙ্কুকে দেখা যায় হাসতে হাসতে কিছু জিজ্ঞাসা করছেন হার্দিক পান্ডিয়া। এরপর হাসতে হাসতে রিঙ্কু জানান, তিনি দেখা করতে এসেছিলেন। ভিডিয়োটির শেষে দেখা যায়, একটি ব্যাট হাতে নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন কেকেআরের ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী। কেকেআরের দুই তরুণ যে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পৌঁছে বেশ মজা করেছেন, তা তাঁদের চোখ-মুখ বলে দিচ্ছিল। মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে মজা করে ক্যাপশনে লেখা হয়, “রিঙ্কুর থেকে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।”