AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: ওয়াংখেড়েতে ফোকাসে KKR তারকা, রিঙ্কু সিংয়ের সামনে ৩ রেকর্ডের হাতছানি

KKR, IPL 2025: আইপিএলে আজ, সোমবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রিঙ্কু।

Rinku Singh: ওয়াংখেড়েতে ফোকাসে KKR তারকা, রিঙ্কু সিংয়ের সামনে ৩ রেকর্ডের হাতছানি
ওয়াংখেড়েতে ফোকাসে KKR তারকা, রিঙ্কু সিংয়ের সামনে ৩ রেকর্ডের হাতছানিImage Credit: PTI
| Updated on: Mar 31, 2025 | 2:39 PM
Share

কলকাতা: রিঙ্কু মার রহা হ্যায়… এ মরসুমে কেকেআরের ফ্যানেরা এ কথা বলার সুযোগ এখনও পাননি। আরসিবির বিরুদ্ধে ইডেনে রিঙ্কু সিং (Rinku Singh) করেছিলেন ১২ রান। আর রাজস্থানের বিরুদ্ধে বর্ষাপাড়ায় রিঙ্কুকে ব্যাট হাতে নামতে হয়নি। এ বার দেখার ওয়াংখেড়েতে আলিগড়ের নবাব কী করেন। আজ, সোমবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রিঙ্কু। ২০২৩ সালের আইপিএলে ৫ বলে ৫ ছয় মেরে শোরগোল ফেলেছেন। তারপর গত বছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের সদস্য ছিলেন রিঙ্কু। কিন্তু তাঁর ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস সেই অর্থে দেখা যায়নি। ফলে এ বার তাঁর কাছে সুযোগ এলে, কেমন তিনি কাজে লাগান, সেটাই দেখার অপেক্ষায় সকলে।

ওয়াংখেড়েতে তিন রেকর্ডের হাতছানি রিঙ্কুর—

১) টি-২০-তে ২৫০টি চার মারার নজির গড়ার পথে রিঙ্কু সিং। মাঠের যে কোনও প্রান্তে বল পাঠাতে ওস্তাদ রিঙ্কু। অবলীলায় তাঁর ব্যাটে আসে একের পর এক বাউন্ডারি। তিনি এখনও অবধি টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২৪২টি চার মেরেছেন। আর ৮টি চার মারতে পারলেই টি-টোয়েন্টিতে আলিগড়ের নবাবের ঝুলিতে হবে ২৫০টি চার।

২) আইপিএলে ছক্কার হাফসেঞ্চুরি গড়তে পারেন কিং খানের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। এখনও অবধি আইপিএলে রিঙ্কুর ঝুলিতে এসেছে ৪৬টি ছয়। ফলে ওয়াংখেড়েতে যদি সোম-রাতে ৪টি ছয় মারতে পারেন, তা হলে আইপিএলে ৫০টি ছক্কার ক্লাবে ঢুকে পড়বেন রিঙ্কু। ৫ বা ছয় নম্বরে যে ব্যাটাররা নামেন, তাঁদের জন্য এই রেকর্ড বেশ নজরকাড়াই। রিঙ্কুর মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে। এ মরসুমে তা এখনও অবধি দেখা না গেলেও, ‘রিঙ্কু হ্যায় তৈয়ার’ বলছেন তাঁর অনুরাগীরা।

৩) ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ, রাতের ম্যাচে টি-টোয়েন্টিতে ১৫০টি ছক্কার নজির গড়তে পারেন রিঙ্কু সিং। তাঁর টি-২০ কেরিয়ার দেখলে নজরে পড়বে তিনি এখনও এই ফর্ম্যাটে ১৪৬টি ছয় মেরেছেন। ফলে ওয়াংখেড়ের মতো মাঠে মাঠে এই মাইলস্টোনে পৌঁছতে পারলে তা রিঙ্কুর কাছেও গর্বের হবে।