Rinku Singh: ভারতীয় টিমে ফিনিশার তকমা হারানোর পথে KKR তারকা রিঙ্কু সিং?
কেকেআর থেকে অবিশ্বাস্য উত্থান। ভারতীয় টিমেও একইরকম ভয়ডরহীন ব্যাটিং করেন। কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে রিঙ্কুর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক।
কলকাতা: চার-ছয়ের বন্যা আছে ঠিকই, কিন্তু ভরসা করা যাবে কি? কখনও ৫, ৬ কিংবা ৭ এ নামছেন। কখনও ২, ৩, ১০, ২০ বল খেলছেন। প্রয়োজনীয় মুহূর্তে টিমকে চটজলদি কিছু রান দিচ্ছেন ঠিকই, কিন্তু ভরসার মুখ হয়ে উঠছেন কি? রিঙ্কু সিংকে (Rinku Singh) ঘিরে আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় টিমে। কেকেআর থেকে অবিশ্বাস্য উত্থান। ভারতীয় টিমেও একইরকম ভয়ডরহীন ব্যাটিং করেন। কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে রিঙ্কুর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক। যদি এই খুচরো কিছু বলের ক্রিকেটার হয়ে থেকে যান, তা হলে রিঙ্কুর প্রতিভার প্রতিও সুবিচার করা হবে না। আর তাই রিঙ্কুকে এ বার ব্যাটিং অর্ডারে প্রোমোশন দিতে পারে ভারতীয় ক্রিকেট টিম।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের মাপা হয় চার-ছয় দিয়েই। যিনি যত বিস্ফোরক, তাঁর দর তত বেশি। ঘটনা হল, বিশ্ব ক্রিকেটে বিস্ফোরণের সম্ভবনা বহুমাত্রায় বেড়ে যায় যদি ব্যাটিং অর্ডারের উপর দিকে নামা যায়। ফিল সল্ট, জস বাটলার, রোহিত শর্মা, বিরাট কোহলি এমনকি অতীতের ক্রিস গেইল — প্রত্যেকেই ঝড় বইয়েছেন ওপেনার হিসেবেই। রিঙ্কুর ক্ষেত্রেও এমনটাই হওয়া উচিত বলে মনে করছেন ক্রিকেট মহল। মহেন্দ্র সিং ধোনির মতো শুধু ফিনিশার করে রেখে দিলে রিঙ্কুর প্রতিভাকে ব্যবহারই করা হবে না। একটা সোজা যুক্তি রিঙ্কু যদি ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামেন, অন্তত তিন বা চার তা হলে হয়তো কিছু রদবদল হবে। সূর্যকে সেক্ষেত্রে নিজের জায়গা ছাড়তে হতে পারে। সূর্য অবশ্য চারে খেলতে অভ্যস্থ। যদি সূর্য তিনেও নামেন, রিঙ্কু যদি চারে নামেন স্কোরবোর্ড অনেক বেশি সচল থাকবে। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা সিরিজে চার নম্বরে নামা তিলক ভার্মাও সে ভাবে নজর কাড়তে পারেননি। তিলকের জায়গায় যদি রিঙ্কু নামেন হয়তো বড় রানের ঝলক দেখাতে পারেন। একইসঙ্গে প্রতিপক্ষ বোলাররাও চাপে থাকবেন। কারণ রিঙ্কু জানেন খেলার সূচক বদলে দিতে।
আকাশ চোপড়ার মতো বিশেষজ্ঞ ক’দিন আগেই মন্তব্য করেছেন, রিঙ্কুকে উপরের দিকে নামানোর অনেক সুবিধা রয়েছে। ভারতকে রানের লিফ্টে চাপিয়ে দেওয়া, বিপক্ষের মনোবল ভাঙা, সেই সঙ্গে পরবর্তী ব্যাটারদের কাজটা সহজ করে যাওয়া। রিঙ্কুর এই প্লাস পয়েন্টগুলোই দেখতে পেয়েছেন আকাশ। সেই কারণেই তিনি পরামর্শ দিয়েছিলেন রিঙ্কুকে চারে নামিয়ে তিলককে ছয়ে পাঠানো হোক। রিঙ্কু যদি চার নম্বর জায়গায় সেট হয়ে যান, ঋষভ পন্থ ফিরলে ভারতীয় ব্যাটিং আরও মজবুত হবে। ডারবান ও বেরহাতে রিঙ্কুকে ব্যাটিং অর্ডারের তলানিতেই দেখা গিয়েছে। সেঞ্চুরিয়নে কি উত্থান হবে?