Rinku Singh : জাতীয় দলে ডাক, বাঁকে বিহারি মন্দিরে পুজো দিলেন রিঙ্কু

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 15, 2023 | 7:48 PM

উত্তরপ্রদেশের আলিগড় ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ২০২৩ আইপিএল থেকে প্রচারের আলোয়। পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে জিতিয়েছিলেন।

Rinku Singh : জাতীয় দলে ডাক, বাঁকে বিহারি মন্দিরে পুজো দিলেন রিঙ্কু
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : দীর্ঘদিন ধরে যে স্বপ্ন মনের গভীরে লালন করে এসেছেন, তা আজ পূর্ণ হয়েছে। জাতীয় দলে ডাক এসেছে রিঙ্কুর জন্য। এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন রিঙ্কু (Rinku Singh)। চিনের হাংঝাউয়ে মেন ইন ব্লু জার্সি গায়ে মাঠে নামার জন্য অধীর অপেক্ষা করছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তারকা এ বার দেশের হয়ে প্রতিপক্ষের বোলারদের ঘুম কাড়বেন। ২০২৩ আইপিএল থেকে শিরোনামে থাকা রিঙ্কুর ইনস্টাগ্রামে দেখা গেল বাঁকে বিহারি মন্দির দর্শনের ছবি ও ভিডিয়ো। বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে ভক্তিভরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন রিঙ্কু সিং। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উত্তরপ্রদেশের আলিগড় ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ২০২৩ আইপিএল থেকে প্রচারের আলোয়। পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে জিতিয়েছিলেন। ওই একটা ওভার রিঙ্কুর কেরিয়ার ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য গলা ফাটিয়েছেন দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। ফ্যানদের সমর্থন তো ছিলই। তবে রিঙ্কু জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বেশি ভাবতে রাজি ছিলেন না। বেশি প্রত্যাশা রাখতে চাইছিলেন না তিনি। একাধিক সাক্ষাৎকারে একথা জানান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পাননি রিঙ্কু। যা নিয়ে ব্যপক সমালোচনা হয়েছিল। ২০২৩ আইপিএল থেকে সুযোগ পান যশস্বী জয়সওয়াল এবং তিলক ভার্মা। শোনা যাচ্ছিল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে দেখা যেতে পারে রিঙ্কুকে। তার আগেই এশিয়ান গেমসের স্কোয়াডে ডাক পেলেন আলিগড়ের ক্রিকেটার।

শুক্রবার এশিয়ান গেমস ক্রিকেটের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার দিন দুয়েক আগেই বাঁকে বিহারি মন্দিরে পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু। জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন, এই গুঞ্জন আগেই ছিল। হয়তো সুখবরের আভাস পেয়েই ঈশ্বরের আশীর্বাদ নিতে পৌঁছন।