Rishabh Pant: আমেদাবাদের সাইলেন্সের জবাবে ১৪০ কোটির গর্জন… প্রত্যয়ী ঋষভ পন্থ

Jun 23, 2024 | 4:51 PM

ICC MEN’S T20 WC 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন ঋষভ পন্থ। সর্বোচ্চ স্তরের মানসিক শক্তি না থাকলে এরকম মঞ্চে পারফর্ম করা যায় না। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে অবদান রেখেছেন। উইকেটের পিছনেও দুর্দান্ত। তবে পন্থের আপশোস এখনও আমেদাবাদ।

Rishabh Pant: আমেদাবাদের সাইলেন্সের জবাবে ১৪০ কোটির গর্জন... প্রত্যয়ী ঋষভ পন্থ
Image Credit source: X

Follow Us

সেদিন যদি ঋষভ পন্থ থাকতেন? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এই আপশোসও রয়েছে। সেই দিন বলতে মনে পড়ে? গত বছর ১৯ নভেম্বর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল। ঘরের মাঠে ফের একবার ট্রফি জেতার সামনে ছিল ভারতীয় দল। ২০১১ সালে শেষ বার ঘরের মাঠেই ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ১৯ নভেম্বরের রাত হতাশায় কেটেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ট্রফির অপেক্ষা বেড়েছে। কাল ভারতীয় সময় রাত আটটায় ফের একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ফরম্যাট আলাদা।

গুরুতর গাড়ি দুর্ঘটনার কারণে ঋষভ পন্থের প্রাণ সংশয় ছিল। ক্রিকেট দূর অস্ত, একটা সময় তাঁর মনে হয়েছিল, হয়তো এক পা বাদই দিতে হবে। নিজের হাতে ব্রাশ করতে পারছিলেন না। ভারতীয় ক্রিকেট প্রেমীরা উৎকন্ঠায় দিন কাটাচ্ছিলেন। ধীরে ধীরে ক্রাচ নিয়ে হাঁটতে শুরু করেন ঋষভ। এরপর ক্রাচ ছাড়া হাঁটা শুরু করতেই অনুভূতি প্রসঙ্গে বলেছিলেন, যেন প্রথম বার হাঁটা শিখছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ সময় রিহ্যাব চলে তাঁর। ক্রমশ দৌড়নো শুরু করেন। এরপর ব্যাটিং-কিপিং। এতেও আশঙ্কা ছিল, কত তাড়াতাড়ি প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারবেন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন ঋষভ পন্থ। সর্বোচ্চ স্তরের মানসিক শক্তি না থাকলে এরকম মঞ্চে পারফর্ম করা যায় না। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে অবদান রেখেছেন। উইকেটের পিছনেও দুর্দান্ত। তবে পন্থের আপশোস এখনও আমেদাবাদ।

পুরো টুর্নামেন্ট জুড়ে স্বপ্ন দেখেছিলেন ১৪০ কোটি ভারতবাসী। লিগ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। কিন্তু ট্রফির ম্যাচে সেই অস্ট্রেলিয়াই লক্ষাধিক দর্শক ভর্তি গ্যালারিকে চুপ করিয়েছিল। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরা ঋষভ পন্থ প্রত্যয়ী, আমেদাবাদের নীরবতার জবাব কাল গর্জনে দেবে ভারত। অস্ট্রেলিয়াকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ঋষভ, এ বিষয়ে সন্দেহ নেই। আর ঋষভ পন্থ কী করতে পারেন, অজিদের ছাড়া আর কে ভালো জানবেন। গাব্বার সেই ঐতিহাসিক ম্যাচ যে এখনও তাদের দুঃস্বপ্ন!

Next Article