Rishabh Pant Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, হাসপাতালে ভর্তি ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 30, 2022 | 10:35 AM

দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার।

Rishabh Pant Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, হাসপাতালে ভর্তি ক্রিকেটার
টুইটারে ভাইরাল হওয়া ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: নিজেই গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন পন্থ। তাঁর কপাল এবং পায়ে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে তাঁকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে দ্রুত দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন পন্থ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। বহু কষ্টে আগুন নেভানো হয়। তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ১০৮ নম্বরে ডায়াল করে রুরকির হাসপাতালে ভর্তি করেন ঋষভকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর সিং। কপালে, পিঠে ও পায়ে গুরুতর জখম পন্থকে তড়িঘড়ি রুরকির সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করার তোড়জোড় করা হচ্ছে।

বাংলাদেশ সফর শেষে দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিসমাস কাটিয়ে দিল্লিতে ফিরেছিলেন ঋষভ। নতুন বছরটা পরিবারের সঙ্গে কাটানোর জন্য দেরাদুনে নিজের বাড়ি যাচ্ছিলেন মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল বছরের শেষের এই দুর্ঘটনায়। তাঁর দুর্ঘটনার খবরে ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছে। উইকেটকিপার ব্যাটারের দ্রুত সুস্থতা কামনা সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের আশ্বস্ত করে ভিভিএস লক্ষ্মণের টুইট, “ভগবানের কৃপায় ঋষভ এখন ঠিক আছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও।”

Next Article