Rishabh Pant:৭২ বছরের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, ছাপিয়ে গেলেন ধোনিকেও

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 04, 2022 | 4:36 PM

সফরকারী উইকেটরক্ষকদের মধ্যে ১৯৫০ সালে রেকর্ড গড়েছিলেন ক্লাইড ওয়ালকট।

Rishabh Pant:৭২ বছরের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, ছাপিয়ে গেলেন ধোনিকেও
Image Credit source: TWITTER

Follow Us

 

বার্মিংহাম: টেস্ট ক্রিকেটেও ক্রমশ উন্নতি করে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো কঠিন সফরে শতরান করেছেন। এবার আরও একটা নজির তাঁর নামের পাশে। ইংল্যান্ডের মাটিতে সফরকারী দলের উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন ঋষভ পন্থ। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬ রান করতেই ধোনিকে পেরিয়ে যান। এজবাস্টনেই ১৫১ রান করে নজির গড়েছিলেন ধোনি। ২০১১ সফরে এজবাস্টনে দুই ইনিংসে ধোনি করেছিলেন ৭৭ এবং অপরাজিত ৭৪।

সফরকারী উইকেটরক্ষকদের মধ্যে ১৯৫০ সালে রেকর্ড গড়েছিলেন ক্লাইড ওয়ালকট। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ১৪ রান। তবে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৬৮ রান করেন। সব মিলিয়ে ১৮২। ঋষভ পন্থ এজবাস্টনে প্রথম ইনিংসে করেছিলেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। আরও একটা বড় রানের দিকে এগচ্ছিলেন ঋষভ। দুই ইনিংসেই শতরান হবে, এমন প্রত্যাশাও ছিল। ধৈর্যশীল ব্য়াটিং করছিলেন। তবে ধৈর্য হারালেন বাঁ হাতি স্পিনারের বলে। জ্যাক লিচের বোলিংয়ে রিভার্স সুই মারেন। স্লিপে ক্যাচ নেন জো রুট। ৫৭ রানে ইতি তাঁর ইনিংস। সবমিলিয়ে প্রায় ২০৩ রান।

 

Next Article