কলকাতা: আগের মতো যন্ত্রণায় মুখ কুঁকড়ে যাচ্ছে না। সামান্য সিঁড়িতে উঠতে হাঁফ ধরছে না। প্রয়োজন পড়ছে না সিঁড়ির হাতল ধরে ধীরে ধীরে উপরে ওঠার। দ্রুত সুস্থ হয়ে উঠছেন জাতীয় দলের কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ঋষভ। ভিডিয়োতে দেখা যাচ্ছে সিঁড়ি বেয়ে গটগটিয়ে উঠছেন ঋষভ। এখন আর আগের মতো কষ্ট হচ্ছে না। হাসমুখে সিঁড়ি বেয়ে উঠতে দেখে খুব স্বাভাবিক মনে হয়েছে পন্থকে। ভারতীয় সমর্থকদের কাছে এই ভিডিয়ো অনেকটাই স্বস্তির। ঋষভের দ্রুত মাঠে ফেরার অপেক্ষা করছেন অনুরাগীরা। ভিডিয়োর কমেন্ট বক্সে অনুরাগীদের ভালোবাসা উপচে পড়ছে। লাল হৃদয় এঁকে দিয়েছেন বান্ধবী ঈশা নেগি। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
গতবছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুমুখ থেকে বেঁচেছিলেন। এ বার ২২ গজের ফেরার লড়াই। তার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে থেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে এনসিএ-র সিঁড়ি ভেঙে উপরে উঠছেন পন্থ। ভিডিয়োতে আগে ও পরের অবস্থা দেখিয়েছেন ঋষভ। ভিডিয়োর প্রথম অংশটি এনসিএ-তে যাওয়ার প্রথম দিকের। দেখা যাচ্ছে, ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুব কষ্ট করে সিঁড়িতে উঠছেন তিনি। সিঁড়ির শেষ ধাপে আসার পর দেখা যাচ্ছে তাঁর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট। ভিডিয়োর পরের অংশটি বর্তমান অবস্থার। তখন আর কষ্ট নেই। সিঁড়ি দিয়ে গটগটিয়ে উঠে আসছেন ক্রিকেটার।
Not bad yaar Rishabh ❤️❤️?. Simple things can be difficult sometimes ? pic.twitter.com/XcF9rZXurG
— Rishabh Pant (@RishabhPant17) June 14, 2023
ভিডিয়ো দেখে ঋষভের মনোবল বাড়িয়েছেন অনুরাগীরা। অলরাউন্ডার হারলিন দেওল লিখেছেন, “ওয়েল ডান বয়। ভাংড়া নাচের জন্য তৈরি হও।” দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে লেখা হয়েছে, “এগিয়ে চলো ঋষভ।” অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবরা ইমোজি দিয়ে ভালোবাসা ব্যক্তি করেছেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছে পন্থের বান্ধবী ঈশা নেগির কমেন্ট। ঈশা লিখেছেন, “আমার ভালোবাসা।”