বেঙ্গালুরু : রহস্যের সমাধান করেন গোয়েন্দারা। ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু থেকে শুরু করে শার্লক হোমস যে কারণে সকলের প্রিয়। কয়েকদিন আগেই ভারতের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) সোশ্যাল মিডিয়ায় নিজের দ্বিতীয় জন্ম তারিখ জানিয়েছেন। এই রহস্যভেদের জন্য কি ফেলুদা, ব্যোমকেশ বক্সীর মতো গোয়েন্দাদের প্রয়োজন? একেবারেই নয়। বিন্দুমাত্র গোয়েন্দাগিরির প্রয়োজন পড়ল না। ঋষভ পন্থের দ্বিতীয় জন্মদিনের রহস্যভেদ হল। এই বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন। আপনিও জানতে চান ঋষভের দ্বিতীয় জন্ম তারিখের রহস্য? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২২ সালের ৩০ ডিসেম্বর এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেদিন তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনার সময় তাঁর গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছিল। কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। এরপর চলেছে বিরাট লড়াই। চিকিৎসকরাও তাঁর সঙ্গে এক লড়াইয়ে নেমেছিলেন। তাঁকে সুস্থ করে তোলার লড়াইয়ে। পন্থ যেন এক নতুন জীবন পান, সেই লড়াইয়ে চিকিৎসকরা সফল হন। একাধিক সার্জারির পর এখন ঋষভ পন্থ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন।
ঋষভ পন্থের জন্ম ১৯৯৭ সালের ৪ অক্টোবর। কিন্তু তিনি নিজের দ্বিতীয় জন্ম তারিখ হিসেবে উল্লেখ করেছেন ২০২৩ সালের ৫ জানুয়ারি। এই দিনটি উল্লেখ করার কারণ, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থকে চলতি বছরের ৫ জানুয়ারি চিকিৎসকরা বিপদমুক্ত বলে ঘোষণা করেন। তাই ওই দিনটিকে পন্থ তাঁর দ্বিতীয় জন্ম তারিখ হিসেবে উল্লেখ করেছেন। আজ জাতীয় চিকিৎসক দিবস। এই উপলক্ষ্যে ঋষভ পন্থ এক বার্তা দিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।
ইন্সটাগ্রামে ঋষভ লেখেন, ‘আপনারা কি জানেন, আমি আমার চিকিৎসকদের কেন দ্বিতীয় জন্ম তারিখ উৎসর্গ করছি? একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর চলতি বছরের শুরুতে আমার পুনঃর্জন্ম হয়েছে। জীবনে একটা দ্বিতীয় সুযোগ পেয়েছি। আর এটা আমায় দিয়েছে আমার চিকিৎসকরা।’