India vs England: আধডজন বোলার বদলে পন্থের তাণ্ডব থামাল ইংল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 02, 2022 | 1:13 AM

জেমস অ্যান্ডারসনের মতো বোলারকে স্টেপ আউট করে তাঁর মাথার উপর দিয়ে বাউন্ডারি। জিমির বোলিংয়ে রিভার্স সুইপ, স্লগ সুইপ কিছুই বাদ রাখলেন না।

India vs England: আধডজন বোলার বদলে পন্থের তাণ্ডব থামাল ইংল্যান্ড
এভাবেই ইংল্যান্ডের আত্মবিশ্বাসে চিড় ধরালেন ঋষভ পন্থ।
Image Credit source: BCCI

Follow Us

 

বার্মিংহাম: দু-দলের ক্রিকেটাররাই দিনের শেষে মাঠ ছেড়েছেন। কিন্তু মাঠ ইংল্যান্ড (England) বোলারদের ছেড়েছে কী না সন্দেহ। সৌজন্যে ঋষভ পন্থ-রবীন্দ্র জাডেজা জুটি। মাত্র ২৩৯ বলে ২২২ রান যোগ করেন তাঁরা। এজবাস্টনে (Edgbaston) দ্রুততম শতরান, ভারতীয় উইকেটকিপারদের মধ্যে দ্রুততম শতরান, ভারতের হয়ে ইংল্যান্ডে দ্বিতীয় দ্রুততম শতরান। এক ইনিংসে একাধিক রেকর্ড ঋষভ পন্থের (Rishabh Pant) নামে। কেরিয়ারের পঞ্চম শতরান। সবকটিই এসেছে সিরিজের শেষ টেস্টে। ইংল্যান্ড (এজবাস্টন সহ দুটি), দক্ষিণ আফ্রিকা, সিডনি, আমেদাবাদ পাঁচটি শতরানই সিরিজের শেষ টেস্টে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হল মাত্র ৭৩ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৮-৭। এর মধ্যে ঋষভ পন্থ একাই ১৪৬। জাডেজা খেলছেন ৮৩ রানে। অথচ একটা সময় ৯৮-৫ স্কোরে ধুঁকছিল ভারত।

সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জিতেছে ইংল্যান্ড। কিন্তু কিউই শিবিরের দুই ব্যাটার দুঃস্বপ্ন দেখিয়েছেন ইংল্যান্ড বোলারদের। ড্যারেল মিচেল এবং টম ব্লান্ডল। এজবাস্টনের প্রথম দিন যেমন দেখালেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা। ষষ্ঠ উইকেটে এই জুটিই ভারতকে গাড্ডা থেকে টেনে তুলল। রোহিত শর্মা এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ওপেন করেন শুভমন গিল, চেতেশ্বর পূজারা। টসে জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পরিকল্পনা ঠিকই ছিল। পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে একের পর ধাক্কা দিতে থাকেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং তরুণ ম্যাথু পটস। এই জুটির সৌজন্যেই ভারত ৯৮-৫।

২০০ রানের জুটি গড়ার সেলিব্রেশনে পন্থ-জাডেজা।

 

আরও একবার হতাশ করলেন বিরাট কোহলি। প্রথম ৭ বলে ১ রান। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান পাওয়ায় মনো হয়েছিল বিরাট ছন্দে ফিরছেন। তাঁর ছন্দে জল ঢেলে দিল বৃষ্টি। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বিরতির পর মাঠে ফিরে বিরাট এলোমেলো। কোন বল খেলবেন, কোনটা ছাড়বেন, দ্বিধায় ভুগছিলেন। বিরতির পর প্রথম ডেলিভারিই ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে বাউন্ডারি হল। সে যাত্রায় অল্পের জন্য প্লেড অন হওয়া থেকে বাঁচেন। দ্বিধা কাটেনি। ম্যাথিউ পটসের অফস্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি ছাড়তে এত দেরীতে সিদ্ধান্ত নিলেন, ব্যাটে লেগে বল উইকেটে। মাত্র ১১ রানে শেষ বিরাটের ইনিংস।

ডান-বাঁ হাতি কম্বিনেশন রাখতেই শ্রেয়সের আগে ঋষভ পন্থকে পাঠানো হয়। শুরু থেকেই স্বভাব সিদ্ধ খেলায় মন দিলেন ঋষভ। সঙ্গী রবীন্দ্র জাডেজা ইনিংস অ্যাঙ্কর করলেন। জ্যাক লিচকে লাইন লেন্থ ভুলিয়ে দিলেন। ইংল্যান্ড অধিনায়ক বাধ্য হলেন ফিল্ডিং ছড়িয়ে দিতে। তাতেও দমানো যায়নি এই জুটিকে। জাডেজা ক্লাসিক শট খেললেন। ঋষভ সিলেবাসের বাইরের শট। জেমস অ্যান্ডারসনের মতো বোলারকে স্টেপ আউট করে তাঁর মাথার উপর দিয়ে বাউন্ডারি। জিমির বোলিংয়ে রিভার্স সুইপ, স্লগ সুইপ কিছুই বাদ রাখলেন না। মাত্র ৮৯ বলে শতরান ঋষভের। আধডজন বোলার বদলে অবশেষে ঋষভকে ফেরানো গেল। জো রুটের ওভারে বাউন্ডারি মেরে ১৫০-র গণ্ডি পেরোতে চেয়েছিলেন। অফসাইডের অনেকটা বাইরের ডেলিভারি, স্লিপে জ্যাক ক্রলির ক্যাচে ফিরলেন দিনের নায়ক ঋষভ পন্থ। মাত্র ১১১ বলে ১৪৬, ১৯ টি বাউন্ডারি, ৪ টি ছয়। ইংল্যান্ডের আত্মবিশ্বাস ভেঙে দিতে যথেষ্ঠ।

 

প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর ভারত ৩৩৮-৭ (ঋষভ পন্থ ১৪৬, রবীন্দ্র জাদেজা ৮৩ অপরাজিত, জেমস অ্যান্ডারসন ৩-৫২)

Next Article