রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে (Road Safety World Series) চেনা ছন্দে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সাউথ আফ্রিকা লেডেন্ডসের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করলেন লিটল মাস্টার। ইন্ডিয়া লেজেন্ডস প্রথমে ব্যাট করতে নেমে রান তোলেন ২০৪। সাউথ আফ্রিকা লেজেন্ডসদের ২০৫ রানের টার্গেট দিলেন সচিন-যুবরাজরা। ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ফের যুবরাজের ব্যাট থেকে ছয় ছক্কা দেখার সুযোগ এসেছিল। কিন্তু যুবরাজকে চার ছক্কাতেই সন্তুষ্ট থাকতে হল।
1 / 5
সচিনের ব্যাটে ঝোড়ো ইনিংস। ৩৭ বলে ৬০ রান করে মাঠ ছাড়লেন সচিন।
2 / 5
লিটল মাস্টার এ দিনের ইনিংস সাজিয়েছিলেন ৯টি চার ও ১টি ছয় দিয়ে।
3 / 5
ইন্ডিয়া লেজেন্ডস-এর হয়ে ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন মাস্টার ব্লাস্টার।
4 / 5
ইন্ডিয়া লেজেন্ডস-এর হয়ে যুবরাজ সিংও হাফ সেঞ্চুরি করেন। যুবরাজ ১৮তম ওভারে প্রথম বল ও ছয় নম্বর বল ছাড়া বাকি চারটিতে চারটি ছক্কা মারেন।
5 / 5
ম্যাচ শুরুর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং এই সিরিজের কমিশনার সুনীল গাভাসকরের হাতে সচিন তেন্ডুলকর তুলে দেন প্রাক্তন ক্রিকেটারদের সাক্ষর করা জার্সি। (সৌজন্যে-রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুইটার)