Robin Uthappa Retires: ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 14, 2022 | 10:03 PM

ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর (Retirement) ঘোষণা করেন 'রবি'।

Robin Uthappa Retires: ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা
ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ক্রিকেটের সব ফরম্যাটকেই বিদায় জানালেন রবিন উথাপ্পা। ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর ঘোষণা করেন ‘রবি’। লিখেছেন, ‘পেশাদার ক্রিকেটে ২০ বছর হয়ে গিয়েছে। দেশ, রাজ্যের হয়ে খেলা, অনবদ্য একটা সফর পূর্ণ করলাম। অনেক ওঠা নামা ছিল। বেশ কিছু তৃপ্তি, আনন্দ, স্বস্তির মুহূর্তও। সব ভালো জিনিসেরই ইতি হয়। আমার ক্ষেত্রেও তাই। ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এ বার পরিবারকে পুরোপুরি সময় দিতে চাই। জীবনের নতুন দিকটা আবিষ্কার করতে চাই।’ ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রবিন। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৪৬ টি ওয়ান ডে ম্যাচ, ১৩ টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিন উথাপ্পা।

আইপিএলেও দারুণ কিছু মুহূর্ত রয়েছে রবিন উথাপ্পার। দু’বার চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। ২০০২-০৩ মরসুমে ঘরোয়া ক্রিকেটে প্রবেশ। কর্ণাটকের পাশাপাশি কেরালার হয়েও খেলেছেন তিনি। ১৪২ টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় সাড়ে ৯ হাজার রান। ২২ টি শতরান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ওয়ান ডে ফরম্যাটে ২০৩ টি ম্যাচ খেলেছেন। ১৬ টি শতরান সহ সাড়ে ছয় হাজারের বেশি রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯১ টি ম্যাচে ৭ হাজারের বেশি রান করেছেন রবিন।

আইপিএলের উদ্বোধনী মরসুম থেকে টানা খেলেছেন। আধডজন দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসে খেলেছেন তিনি। আইপিএলে ২০৫ ম্যাচে প্রায় ৫ হাজার রান। স্ট্রাইকরেট ১৩০। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই পরিচিত উথাপ্পা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ফিরেছিলেন। কর্ণাটকের হয়ে ত্রি-মুকুট জিতেছিলেন রবিন।

 

Next Article