AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma-Ritika Sajdeh: প্রকাশ্যে রোহিত-ঋতিকার ছেলের নাম, ভগবান বিষ্ণুর সঙ্গে রয়েছে যোগ

Rohit Sharma: ছেলের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারথ টেস্ট মিস করেছেন রোহিত। এ বার অ্যাডিলেড টেস্টে আবার ফিরবেন তিনি। বর্তমানে ক্যানবেয়ার প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ভারত অধিনায়ক।

Rohit Sharma-Ritika Sajdeh: প্রকাশ্যে রোহিত-ঋতিকার ছেলের নাম, ভগবান বিষ্ণুর সঙ্গে রয়েছে যোগ
ডিসেম্বরের সকালে ছেলের নাম প্রকাশ্যে আনলেন ঋতিকা, রোহিত-পুত্রর নামের অর্থ কী?
| Updated on: Dec 01, 2024 | 1:00 PM
Share

কলকাতা: দিনকয়েক আগেই বড় হয়েছে ভারত অধিনায়কের পরিবার। দ্বিতীয় বার বাবা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ছেলের জন্মের সময় স্ত্রী ঋতিকা সজদের (Ritika Sajdeh) পাশে থাকতে চেয়েছিলেন তিনি। যে কারণে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলেননি। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ১৫ নভেম্বর রোহিত ও ঋতিকার ছেলের জন্ম হয়। ১৬ নভেম্বর তাঁরা দু’জন সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। হিটম্যান ও তাঁর স্ত্রী তাঁদের ছেলের কী নাম দিয়েছেন? আজ, ১ ডিসেম্বর ইন্সটাগ্রাম স্টোরিতে রোহিতের স্ত্রী ঋতিকা একটি ছবি শেয়ার করেছেন। সেখানেই জানা গিয়েছে, তাঁদের ছেলের নাম কী।

রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ডিসেম্বর, একটি লাল হৃদয়ের ইমোজি এবং একটি পুতুলের সেটের ছবি শেয়ার করেছেন। সেই পুতুলের সেটে রয়েছে ৪টি পুতুল। সেগুলির মাথায় লেখা রয়েছে একটি করে নাম। যার মধ্যে একটিতে লেখা, রো। অপরটিতে রিটস, একটিতে স্যামি আর একটিতে আহান। এর থেকেই সকলের কাছে এল রোহিত ও ঋতিকার ছেলের নাম আহান।

Ritika's insta story

রোহিত-ঋতিকা ছেলের নাম রাখলেন আহান।

ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত আহান নামটি। এটি একটি হিন্দু নাম। যার অর্থ “জাগরণ”, “চেতনা” বা “সচেতনতা”। এটি সংস্কৃত শব্দ আহা থেকে এসেছে, যার অর্থ “জাগানো”। আহান নামের আরও কয়েকটি অর্থ হল – ভোর, সূর্যোদয়, সকালের মহিমা, আলোর প্রথম রশ্মি এবং যিনি নিজেই সময়ের প্রকৃতি।

ছেলের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারথ টেস্ট মিস করেছেন রোহিত। এ বার অ্যাডিলেড টেস্টে আবার ফিরবেন তিনি। বর্তমানে ক্যানবেয়ার প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ভারত অধিনায়ক। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় রোহিতের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি যখন প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে ঢুকছেন টিমের অন্য ক্রিকেটারদের সঙ্গে, সেখানে দর্শকদের থেকে স্লোগান ওঠে ‘মুম্বই কা রাজা রোহিত শর্মা।’ ক্যানবেরায় হাজির দর্শকদের এই প্রতিক্রিয়া বলে দিচ্ছে, রোহিত শর্মা তাঁদের কতটা ভালোবাসার পাত্র।