লন্ডন : ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগের পর্ব আজই শেষ। ২৮ মে এ বারের আইপিএল ফাইনাল (IPL 2023 Final) হওয়ার কথা ছিল। আমেদাবাদে রবিবার মুষলধারে বৃষ্টির কারণে যা সম্ভব হয়নি। তার বদলে ২৯ মে, আজ রিজার্ভ ডে-তে হবে আইপিএল ফাইনাল। আজ ম্যাচ হোক বা না হোক ১৬তম আইপিএলের চ্যাম্পিয়ন পাওয়া যাবে। ২ মাসের মহাযজ্ঞ শেষ হবে সোমবার রাতে। আর তারপরই ভারতের ক্রিকেট প্রেমীরা গলা ফাটাতে শুরু করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট ফাইনাল। ৭ জুন থেকে শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্ট। এ বার WTC ফাইনালের জন্য ইংল্যান্ড উড়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সঙ্গে গেলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৬তম আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের ফলে, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালকে WTC ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে রেখেছে বিসিসিআই। তিনি স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডে গেলেন। রোহিতের সঙ্গে বিমানে সেলফি নিয়ে তা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন যশস্বী। ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম।’ পিঙ্ক আর্মির তারকার পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যশস্বীর পোস্টে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটার তিলক ভার্মা কমেন্ট করেন, ‘তোমার জন্য অনেক খুশি জাসু।’ পাশাপাশি ভারতীয় ক্রিকেটার ধবল কুলকার্নি লেখেন, ‘যোগ্য হিসেবে এই সুযোগ পেয়েছে তুমি।’
বিরাট কোহলি, শার্দূল ঠাকুর, উমেশ যাদব-সহ অনেকেই বিশ্ব টেস্ট ফাইনালের জন্য ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বাকি থাকা ক্রিকেটাররা আইপিএল ফাইনাল হলেই সেখানে পৌঁছে যাবেন।
এক নজরে দেখে নেওয়া যাক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের ১৫ জনের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ঈশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ডবাই প্লেয়ার – যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব।
এক নজরে দেখে নেওয়া যাক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, ট্রেভিস হেড, অ্যালেক্স ক্যারি, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, জস ইংলিস, জশ হ্যাজেলউড, টড মার্ফি, নাথান লিয়ঁ, মিচেল স্টার্ক।
স্ট্যান্ডবাই প্লেয়ার – মিচেল মার্শ ও ম্যাথু রেনশ।