কলকাতা: প্রথম ম্যাচে মোটের ওপর দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটা জিতে মানসিক ভাবে অ্যাডভান্টেজও পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। কিন্তু ইচ্ছে না থাকলেও উইনিং কম্বিনেশন ভাঙতে হতে পারে ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুলকে। কারণ চোট সমস্যা। প্রথম ম্যাচে হালকা চোট পেয়েছেন ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) ও পেস বোলার দীপক চাহার। দু’জনের চোটই খুব একটা গুরুতর নয়। তবে আগামী দিনের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিস্ক নিতে না চাইলে, দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রথম দলে। সে ক্ষেত্রে রোহিত-রাহুলের পরিকল্পনায় ঢুকে পড়বেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও পেসার মহম্মদ সিরাজ বা শার্দূল ঠাকুর। তবে ম্যাচের আগে পর্যন্ত পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিতে চায় ভারত। তিন ম্যাচের সিরিজ হলেও তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ রোহিতরা। শুক্রবারই সিরিজটা পকেটে পুরে ফেলা লক্ষ্য।
চোটের জন্য ঈশান না খেলতে পারলে সেটা শাপে বর হতে পারে ঋতুরাজের জন্য। গত আইপিএল এবং বিজয় হাজারে ট্রফিতে ঝুড়ি ঝুড়ি রান করেছেন ডান-হাতি ব্যাটার। একটা সুযোগ প্রাপ্য তাঁর। দুই ক্রিকেটারের চোটের পাশাপাশি আরেকটা চিন্তা আছে ভারতীয় দলের। বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থের ফর্ম। বিরাট যে আউট অব ফর্ম সেটা বলা যাবে না। তাঁর টাচ অনন্ত সে কথা বলছে না। সমস্যা একটা জায়গাতেই, বড় রান আসছে না তাঁর ব্যাট থেকে। অন্যদিকে ঋষভের সবসময়ের মতোই ধারাবাহিকতার অভাব। কখন যে তিনি রান করবেন আর কখন ব্যর্থ হবেন সেটা বলা খুব শক্ত।
ইডেনে শিশির একটা বড় ফ্যাক্টর। প্রথম ম্যাচে টস ভাগ্য কথা বলেছে ভারতের হয়ে। দ্বিতীয় ম্যাচে সেই ভাগ্য সঙ্গে না থাকলে বাড়তি চাপ পড়বে ব্যাটিংয়ের ওপর। কারণ টস জিতলে ওয়েস্ট ইন্ডজ প্রথম বোলিং কারার সিদ্ধান্ত নেবে। টার্গেট সেট করার খেলায় নামতে হবে রোহিতের দলকে। আর সেই সময় দুজন ব্যাটার একসঙ্গে অফ ফর্মে থাকলে স্কোর বোর্ডে বড় রান তোলা নিয়ে সমস্যা হতে বাধ্য। তাই ব্যাটিংই ম্যাচ ও সিরিজ জেতার মূল চাবিকাঠি।
আরও পড়ুন: India vs West Indies: ‘শেষ পর্যন্ত টিকে থাকাই ছিল চ্যালেঞ্জ’, বললেন সূর্যকুমার