Rohit Sharma: শর্মাজির ১৫ বছর, সমালোচকদের জন্যও রইল বার্তা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 23, 2022 | 5:03 PM

ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন অল্প দিনের মধ্যেই। পাওয়ার হিটিং এবিলিটির জন্য পান 'হিটম্যান' তকমা। নামের পাশে ক্যাপ্টেন শব্দটাও বসে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। আজ আন্তর্জাতিক কেরিয়ারে ১৫ বছরের পূর্তির দিনে যেন পরিপূর্ণ তিনি। টুইট করে সকলকে দিনটির কথা মনে করিয়ে দিলেন।

1 / 5
প্রিয় জার্সিতে ১৫ বছর কাটিয়ে ফেললেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে আজকের দিনেই অভিষেক ঘটেছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেটি ছিল ওয়ান ডে ম্যাচ। (ছবি:টুইটার)

প্রিয় জার্সিতে ১৫ বছর কাটিয়ে ফেললেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে আজকের দিনেই অভিষেক ঘটেছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেটি ছিল ওয়ান ডে ম্যাচ। (ছবি:টুইটার)

2 / 5
একই বছরে ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় হিটম্যানের। (ছবি:টুইটার)

একই বছরে ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় হিটম্যানের। (ছবি:টুইটার)

3 / 5
২০০৭ সালে সীমিত ওভারের ফরম্যাটে অভিষেক হলেও রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল আরও ৬ বছর পর। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় টেস্ট ডেবিউ করেন তিনি। (ছবি:টুইটার)

২০০৭ সালে সীমিত ওভারের ফরম্যাটে অভিষেক হলেও রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল আরও ৬ বছর পর। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় টেস্ট ডেবিউ করেন তিনি। (ছবি:টুইটার)

4 / 5
এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৫টি টেস্টে ৩১৩৭ রান করেছেন রোহিত। এবং তাঁর ঝুলিতে রয়েছে ২টি টেস্ট উইকেট। ভারত অধিনায়ক রোহিত এখনও অবধি ২৩০টি ওয়ান ডে ম্যাচে ও ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। (ছবি:টুইটার)

এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৫টি টেস্টে ৩১৩৭ রান করেছেন রোহিত। এবং তাঁর ঝুলিতে রয়েছে ২টি টেস্ট উইকেট। ভারত অধিনায়ক রোহিত এখনও অবধি ২৩০টি ওয়ান ডে ম্যাচে ও ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। (ছবি:টুইটার)

5 / 5
আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের দিন ক্যাপ্টেন লিখলেন, "আজ যে জায়গায় আছি, সেখানে পৌঁছতে যাঁরা আমাকে সাহায্য করেছেন তাঁদেরও জানাই বিশেষ ধন্যবাদ। ক্রিকেটপ্রেমী, ভক্ত এবং সমালোচকদেরও জানাই ধন্যবাদ।" (ছবি:টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের দিন ক্যাপ্টেন লিখলেন, "আজ যে জায়গায় আছি, সেখানে পৌঁছতে যাঁরা আমাকে সাহায্য করেছেন তাঁদেরও জানাই বিশেষ ধন্যবাদ। ক্রিকেটপ্রেমী, ভক্ত এবং সমালোচকদেরও জানাই ধন্যবাদ।" (ছবি:টুইটার)

Next Photo Gallery