India Tour of England: অধিনায়ক রোহিত শর্মার কোভিড, টিম হোটেলে আইসোলেশনে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 26, 2022 | 3:49 AM

তৃতীয় দিনের প্রাপ্তি মূলত বিরাটের রানে ফেরা। ৯৮ বলে ৬৭ রান।

India Tour of England: অধিনায়ক রোহিত শর্মার কোভিড, টিম হোটেলে আইসোলেশনে
প্রস্তুতি ম্যাচে ছন্দে বিরাট কোহলি।
Image Credit source: BCCI

Follow Us

 

লেস্টার: ভারতীয় শিবিরে কোভিড। লেস্টারশায়ারে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় সময় ভোর ৩ টে নাগাদ বোর্ডের (BCCI) তরফে ই-মেলে জানানো হয়, কোভিড আক্রান্ত হয়েছেন রোহিত। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন। প্রস্তুতি ম্যাচ শুরুর আগে লেস্টারশায়ারের তরফে নির্দেশিকা জারি হয়েছিল, দু দলের কোনও ক্রিকেটার অটোগ্রাফ দেবেন না। তাদের সঙ্গে ছবি তোলাও বারণ ছিল। কোভিডের কারণেই এমন নির্দেশিকা। কিন্তু দীর্ঘ সময় পর মাঠে সমর্থকদের সামনে পেয়ে বারণ মানলেন না অনেকেই। ঋষভ পন্থ দর্শকদের সঙ্গে ছবি তোলেন। অটোগ্রাফও দিয়েছেন। ভারতীয় শিবিরের এই মানসিকতাই সমস্যা না হয়ে দাঁড়ায়।

ঋষভদের অটোগ্রাফ পেয়ে আপ্লুত দুই খুদে সমর্থক।

 

প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন ব্যাট হাতে নজর কাড়লেন বিরাট কোহলি। অনবদ্য আপারকাটে ছয় মারলেন। তাও আবার জসপ্রীত বুমরার বোলিংয়ে। বিরাট কোহলিকে দীর্ঘ সময় ব্যাট করতে দেখতে পাওয়া সাম্প্রতিক সময়ে বিরল। স্বাভাবিক ভাবেই লেস্টারশায়ারের বিরুদ্ধে বিরাটদের প্রস্তুতি ম্যাচেও ভিড় জমিয়েছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৬৯ বল খেলেছেন। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ইতিবাচক ব্যাটিং করলেন বিরাট। এবার কি আন্তর্জাতিক ম্যাচে বড় রানে ফিরতে দেখা যাবে বিরাটকে! প্রত্যাশা করা যেতেই পারে। অন্তত দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিং নজর কাড়ার মতোই। গত তিন বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই বিরাটের ব্যাটে। আইপিএলেও রানের খরা। এবার মাত্র দুটি অর্ধশতরানের ইনিংস। ব্যাটিংয়ে মনসংযোগ করতে সব ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন বহুদিন হল। কিন্তু কিছুতেই বড় রানের ইনিংস আসছে না।

আইপিএলের পর বিরাট সহ একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মানসিকভাবে তরতাজা হয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে যেন তারই ছাপ দেখা গেল। ৯৮ বলে ৬৭ রানের ইনিংস। ফিরলেন বুমরার বোলিংয়েই। ড্রাইভ করার চেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। তবে এই ইনিংস বেশ খানিকটা স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে।

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের এখনও একটা দিন বাকি। তৃতীয় দিনের প্রাপ্তি মূলত বিরাটের রানে ফেরা। তাঁর ৯৮ বলে ৬৭ রান, ৫ টি বাউন্ডারি, ২ টি ওভার বাউন্ডারি। সঙ্গে রবীন্দ্র জাদেজার অর্ধশতরানে দিনের শেষে ৩৬৪-৯ স্কোর ভারতের। ব্যাটিংয়ে যেমন ঘুরিয়ে ফিরিয়ে সকলকে সুযোগ দেওয়া হচ্ছে, তেমনই নেট বোলার হিসেবে নিয়ে যাওয়া ভারতের বাকি বোলারদেরও। নবদীপ সাইনি, কমলেশ নাগারকোটি, সাই কিশোররা প্রস্তুতি ম্যাচে নজর কাড়েন।

 

 

Next Article