নয়াদিল্লি : সামনেই টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। এখনও অবধি এক বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে এই টুর্নামেন্টে নকআউটে উঠলেও কাপ আসেনি। সব চেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে গত বিশ্বকাপে। গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। এ বার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলেছে। সেরা কম্বিনেশন বেছে উঠতে পারেনি ভারত। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হলেও ভারসাম্য নিয়ে প্রশ্ন থাকছেই। বিশ্বকাপ জিততে তিনমূর্তির পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া (Anjum Chopra)। তিনি আশাবাদী এ বারের বিশ্বকাপে ভালো ফল করবে ভারত। চ্যাম্পিয়ন হতেই পারে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুল, এই তিনমূর্তিকে ধারাবাহিক পারফর্ম করতে হবে।
বিশ্বকাপের বাকি এক মাসেরও কম সময়। ১৬ অক্টোবর শুরু হবে। ফাইনাল ১৩ নভেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এ বার এশিয়া কাপ এই ফরম্যাটেই করা হয়। ফাইনালে উঠতে পারেনি ভারত। তবে সদ্য ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপ প্রসঙ্গে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া বলছেন, ‘এই ফরম্যাট নিয়ে আগে থেকে কিছু বলা যায় না। এশিয়া কাপেও সেটা দেখেছি। আমাদের দল খুবই ভালো ছিল। তবে শুধু ভারতই বিশ্বকাপ জিততে পারে, এটা বলা ভুল হবে। এটুকু বলতে পারি, আমাদের জয়ের সম্ভাবনা প্রবল। আমরা চাই, ভারত সব ট্রফিই জিতুক। তা কোনওদিন সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকাকেও যদি ক্লিন সুইপ করি, তারপরও বলা যাবে না ভারতই বিশ্বকাপ জিতবে। আইসিসি টুর্নামেন্ট আলাদা বিষয়। আলাদা দেশ, ভিন্ন প্রতিপক্ষ, প্রতিটা ম্যাচই কঠিন পরীক্ষা।’
এ বছর ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে ২১টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে সিরিজ জেতা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রোহিতদের। এ সবের পরও নির্ভর করছে, বিশ্বকাপে ভারত কেমন খেলছে তার উপর। অঞ্জুম আরও যোগ করলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমাদের কাজ মাঠে নেমে রান করা, উইকেট নেওয়া এবং মাঠে ভালো পারফর্ম করা। ধারাবাহিকভাবে তা করতে পারলেই একাদশে জায়গা ধরে রাখতে পারবে সেই ক্রিকেটার। বিরাট, রাহুল, রোহিতদেরও একাদশে থাকতে হলে, সেরা ছন্দ ধরে রাখতে হবে। এশিয়া কাপের কথাই যদি বলি, রাহুল, রোহিত, হার্দিক কিংবা বিরাট, প্রতিটা প্লেয়ারেরই আলাদা ভূমিকা ছিল। ম্যাচের রং বদলে দিতে ভিন্ন ধরনের ব্যাটার প্রয়োজন। বিরাট কিংবা অন্য তারকা ক্রিকেটার সেই কাজটাই করতে পারেন। আমি বিরাট-রোহিতের ফ্যান। তার মানে এই নয়, হার্দিককে পছন্দ করি না। আশা করি, ওরা ভালো পারফর্ম করতে থাকবে এবং আমরা জিতব।’