Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: চ্যাম্পিয়ন হয়ে নিজের গলায় পদক রাখলেন না রোহিত শর্মা, পরিয়ে দিলেন কাকে?

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা পেয়েছেন মেডেল এবং ঐতিহ্যবাহী সাদা জ্যাকেট। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার (Rohit Sharma) এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রোহিত নিজের গলায় থাকা চ্যাম্পিয়নের পদক খুলে দিয়েছেন। এবং পরিয়ে দিয়েছেন অন্য একজনকে।

Rohit Sharma: চ্যাম্পিয়ন হয়ে নিজের গলায় পদক রাখলেন না রোহিত শর্মা, পরিয়ে দিলেন কাকে?
Rohit Sharma: চ্যাম্পিয়ন হয়ে নিজের গলায় পদক রাখলেন না রোহিত শর্মা, পরিয়ে দিলেন কাকে?Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 5:44 PM

দুবাই: চ্যাম্পিয়ন হতে কে না চায়? আর একবার চ্যাম্পিয়ন হয়ে গেলে, মন উড়তে থাকে আনন্দে। খুশি আর বাঁধ মানে না। ঠিক যে ছবি রবিবার মরুশহরে দেখা গেল। নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা পেয়েছেন মেডেল এবং ঐতিহ্যবাহী সাদা জ্যাকেট। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার (Rohit Sharma) এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রোহিত নিজের গলায় থাকা চ্যাম্পিয়নের পদক খুলে দিয়েছেন। এবং পরিয়ে দিয়েছেন অন্য একজনকে। জানেন কাকে চ্যাম্পিয়নের পদক পরিয়ে দিলেন রোহিত?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে দুবাইতে রবিবার পৌঁছে গিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটারদের পরিবারের অনেকে। যেখানে দেখা গিয়েছিল কোহলির স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মাকে, রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা ও তাঁদের মেয়েকে। তেমনই মিনি বিশ্বকাপ ফাইনাল দেখতে দুবাইয়ে হাজির ছিলেন রোহিতপত্নী ঋতিকা ও তাঁদের মেয়ে সামাইরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রোহিত নিজের গলা থেকে চ্যাম্পিয়নের পদক মেয়ে সামাইরাকে পরিয়ে দিচ্ছেন। ছোট্ট সামাইরাকে দেখা যায় বাবাকে জড়িয়ে ধরতে। সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন ঋতিকাও। খুশিতে হাসতে দেখা যায় রোহিতপত্নীকে।

সারাক্ষণই বিরক্তি ফুটে ওঠে রোহিতের মুখে। খারাপ বল থেকে মিস ফিল্ড, সবেতেই বকুনি অবধারিত। কতদিন পর রোহিত শর্মা হাসলেন, তা নিয়েও চর্চা হতে পারে। ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস। ম্যাচের সেরাও তিনি। ট্রফি জয়ের পর ফটোগ্রাফারদের দাবিতে পিচে হাঁটু মুড়ে বসে পড়েন রোহিত। এরপর ট্রফিতে দেন তৃপ্তির চুমু।