India vs West Indies: ‘দৌড়াচ্ছিস না কেন’ চাহালকে ম্যাচের মাঝেই ধমক রোহিতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 10, 2022 | 9:05 PM

চাহালকে হিটম্যান যেভাবে ধমক দিয়েছেন তা শুনে হেসে কুটিপাটি হয়েছেন নেটনাগরিকরা। সাধারণত মাঠে মেজাজ গরম করতে দেখা যায় না রোহিতকে।

Follow Us

আমেদাবাদ: এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে (ODI) সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India)। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) একদিনের সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে দ্বিতীয় একদিনের ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। পুরানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং প্লেসিং পরিবর্তন করতে গিয়ে একসময় রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন ভারত অধিনায়ক রোহিত। সতীর্থ যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ধমক দিতেও দেখা যায় রোহিতকে।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫তম ওভারে। ওয়াশিংটন সুন্দরের ওভারে ফিল্ডিং পরিবর্তন করার সময় হিটম্যান দেখেন, যুজবেন্দ্র চাহাল ধীরে সুস্থে হাঁটছিলেন। তাঁকে দেখে হিটম্যান বিরক্তির সুরে বলতে থাকেন, “কী হয়েছে তোর। ঠিক মতো ছুটছিস না কেন। যা ওখানে যা।”

চাহালকে হিটম্যান যেভাবে ধমক দিয়েছেন তা শুনে হেসে কুটিপাটি হয়েছেন নেটনাগরিকরা। সাধারণত মাঠে মেজাজ গরম করতে দেখা যায় না রোহিতকে। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচে যখন, এই ঘটনা ঘটে, সেই সময় বেশি রান তুলছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তার ওপর চাহালের এই হালকা ভাবে ফিল্ডিং করার মনোভাব দেখে রেগে যান হিটম্যান। মাঠের মধ্যে থাকা স্টাম্প মাইকে শোনা গিয়েছিল রোহিতের কথা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে মাঠের মধ্যে বিরাট কোহলিকে দেখা যায়, চাহালের চাল নকল করতে। উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে ৯.৫ ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পেয়েছিলেন চাহাল। এবং দ্বিতীয় একদিনের ম্যাচে ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছিলেন যুজি। তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে তিনি সুযোগ পেলে কতগুলো উইকেট পান সেদিকেই এ বার নজর থাকবে।

আরও পড়ুন: India vs West Indies 2022: রোহিতের প্রশংসাই আমার কাছে প্রাপ্তি: প্রসিধ

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আমেদাবাদ: এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে (ODI) সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India)। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) একদিনের সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে দ্বিতীয় একদিনের ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। পুরানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং প্লেসিং পরিবর্তন করতে গিয়ে একসময় রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন ভারত অধিনায়ক রোহিত। সতীর্থ যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ধমক দিতেও দেখা যায় রোহিতকে।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫তম ওভারে। ওয়াশিংটন সুন্দরের ওভারে ফিল্ডিং পরিবর্তন করার সময় হিটম্যান দেখেন, যুজবেন্দ্র চাহাল ধীরে সুস্থে হাঁটছিলেন। তাঁকে দেখে হিটম্যান বিরক্তির সুরে বলতে থাকেন, “কী হয়েছে তোর। ঠিক মতো ছুটছিস না কেন। যা ওখানে যা।”

চাহালকে হিটম্যান যেভাবে ধমক দিয়েছেন তা শুনে হেসে কুটিপাটি হয়েছেন নেটনাগরিকরা। সাধারণত মাঠে মেজাজ গরম করতে দেখা যায় না রোহিতকে। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচে যখন, এই ঘটনা ঘটে, সেই সময় বেশি রান তুলছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তার ওপর চাহালের এই হালকা ভাবে ফিল্ডিং করার মনোভাব দেখে রেগে যান হিটম্যান। মাঠের মধ্যে থাকা স্টাম্প মাইকে শোনা গিয়েছিল রোহিতের কথা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে মাঠের মধ্যে বিরাট কোহলিকে দেখা যায়, চাহালের চাল নকল করতে। উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে ৯.৫ ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পেয়েছিলেন চাহাল। এবং দ্বিতীয় একদিনের ম্যাচে ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছিলেন যুজি। তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে তিনি সুযোগ পেলে কতগুলো উইকেট পান সেদিকেই এ বার নজর থাকবে।

আরও পড়ুন: India vs West Indies 2022: রোহিতের প্রশংসাই আমার কাছে প্রাপ্তি: প্রসিধ

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article