নয়াদিল্লি: বিশ্বকাপের (Cricket World Cup) যত আগে ভারতীয় দলে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো ক্রিকেটাররা ফিরবেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং রাহুল দ্রাবিড়দের তত চিন্তা কমবে। ওডিআই ফর্ম্যাটে ভারতীয় টিমের গুরুত্বপূর্ণ সদস্য কেএল রাহুল, শ্রেয়স আইয়াররা। কিন্তু চোটের কারণে, তাঁরা দীর্ঘদিন মাঠের বাইরে। তাঁরা ২২ গজে কবে ফিরবেন? এই নিয়ে মাঝে মাঝে বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। এরই মাঝে ভারত অধিনায়ক রোহিত শর্মা শ্রেয়স আইয়ারের জাতীয় দলে কামব্যাক নিয়ে বড়সড় আপডেট দিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কয়েকদিন ধরেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হবে না। কারণ হিসেবে জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য এখনও তাঁরা তৈরি নন। যদিও বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি পেশ করা হয়নি। এরই মাঝে ভারতীয় সমর্থকদের সুখবর শোনালেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা।
আমেরিকায় নিজের ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করতে চলেছেন হিটম্যান। সম্প্রতি তার জন্য আমেরিকায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে তাঁকে শ্রেয়সের ফিটনেসের ব্যাপারে প্রশ্ন করা হয়। তাতে রোহিত বলেন, ‘শ্রেয়স আইয়ার সম্পূর্ণ ফিটনেসের পথে রয়েছে। তাই বিশ্বকাপের আগে ওর ফেরা নিয়ে আশাবাদী।’
জুলাই থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং অনুশীলন করা শুরু করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ভারতীয় টিমের বিশ্বকাপ যাত্রার গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাটিং করার অন্যতম দাবিদার শ্রেয়স আইয়ার। ওডিআই ক্রিকেটে ৪ নম্বরে ব্যাট করে ২০টি ম্যাচে ৮০৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। তাঁর অনুপস্থিতিতে ৪ নম্বরে ভারতীয় টিমের পক্ষ থেকে খেলানো হয়েছে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণকে। কিন্তু স্কাই এবং ঈশান এই পজিশনে ছাপ রাখতে ব্যর্থ। ফলে শ্রেয়স ফিট হয়ে উঠলে বিশ্বকাপে ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাটিং করা নিয়ে আর চিন্তা থাকবে না।