Rohit Sharma : এশিয়া কাপের আগে সপরিবারে তিরুপতি দর্শনে রোহিত

স্ত্রী ঋতিকা সচদে এবং মেয়ে সামাইরাকে সঙ্গে নিয়ে তিরুপতি বালাজি মন্দির দর্শনে গেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা।

Rohit Sharma : এশিয়া কাপের আগে সপরিবারে তিরুপতি দর্শনে রোহিত
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 3:00 PM

কলকাতা : গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্টের আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় দলের সদস্যরা। বড় টুর্নামেন্টের আগে মন্দির দর্শনের ট্রেন্ড শুরু করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মন্দির, আশ্রমে যাতায়াতের পর কোহলি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। বিভিন্ন সময়ে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলদেরও ভক্তিভরে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। এ বার জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) সেই পথে হাঁটলেন। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনও হাতে কিছুটা সময় রয়েছে। তার আগে মেন ইন ব্লু খেলবে এশিয়া কাপ (Asia Cup)। ৩০ অগস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের আগে ঈশ্বরের দ্বারস্থ অধিনায়ক। স্ত্রী ও কন্যাকে নিয়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির দর্শনে পৌঁছে গিয়েছিলেন রোহিত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলছেন না দলের সিনিয়র ক্রিকেটাররা। টেস্ট এবং ওডিআই সিরিজ শেষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দেশে ফিরেছেন। রোহিত ক্যালিফোর্নিয়ায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন সেরে দেশে ফেরেন। কিছুদিন আগেই তাঁকে ল্যাম্বরঘিনি চড়ে মুম্বইয়ের পথে দেখা গিয়েছিল। এ বার রোহিত পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশে। তিরুপতি বালাজি মন্দির দর্শনে গিয়েছেন স্ত্রী ঋতিকা সচদে, মেয়ে সামাইরা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। রোহিতের বালাজি দর্শনের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দর্শন সেরে বেরনোর পর সাদা কুর্তার উপর লাল উত্তরীয় গায়ে ছিল রোহিতের।

রোহিতের আগমনের খবর মন্দির কর্তৃপক্ষের কাছে আগেই ছিল। ভিডিয়োতে দেখা যায় রোহিত ও তাঁর পরিবারকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে পুলিশ। জাতীয় দলের অধিনায়ককে কাছ থেকে দেখার জন্য লোকে লোকারণ্য হয়ে যায় মন্দির প্রাঙ্গণ। দর্শন সেরে ফের তাঁদের ভিড় ঠেলে বেরতে হয়েছে।