Rohit Sharma: ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চান রোহিত শর্মা!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 08, 2023 | 2:50 PM

ক্রিস গেইলের (Chris Gayle) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছয়ের রেকর্ড ভাঙাটা লক্ষ্য। যিনি এই লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন, তিনি আপাতত ব্যস্ত এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে।

Rohit Sharma: ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চান রোহিত শর্মা!
ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চান রোহিত শর্মা!

Follow Us

নয়াদিল্লি: ক্রিস গেইলের (Chris Gayle) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছয়ের রেকর্ড ভাঙাটা লক্ষ্য। যিনি এই লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন, তিনি আপাতত ব্যস্ত এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ। তার আগে তিনি খানিকটা চাপেও রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) বলে বোল্ড হয়ে ফিরেছিলেন। যার জন্য সমালোচনা কম হয়নি। সে সব মিটিয়ে এই পাক ম্যাচে কি হিটম্যানকে পুরনো ছন্দে দেখা যাবে? ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) বেশ কিছু বিষয় নিয়ে খুলেছেন মুখ। যার মধ্যে রয়েছে গেইলের ছয়ের রেকর্ডও। TV9Bangla Sports এ বিস্তারিত।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টা ছয় রয়েছে গেইলের। রোহিত ১৪টা ছয় পিছনে। ৫৩৯টা ছয় মেরেছেন যিনি, তিনি দ্রুত যে ১৪টা ছয় রানের খাতায় তুলে ফেলতে চান, তাতে আর সন্দেহ কি! রোহিত বলছেন, ‘আমি ক্রিস গেইলের ছয়ের বিশ্বরেকর্ড ভেঙে দিতে চাই। আমি নিজের কেরিয়ারে কখনও ভাবিনি গেইলের ছয়ের রেকর্ড ভেঙে দিতে পারি। এটা বেশ মজার ব্যাপার হবে। আমার খুব একটা পেশি নেই। কিন্তু ছয় মারতে খুব ভালো লাগে। যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, আমাকে কোচ বলতেন, টাইমিংটাই আসল। আমকে বলা হত, তুলে খেলতে পারো, কিন্তু বেসিকটাই হল। মাথাটা সোজা রাখা, শরীরে কাছে ব্যাট এনে খেলা আর মাটিতে বল খেলতে হবে। আমরা যদি তুলে খেলতাম, কোচ মাঠ থেকে বের করে দিতেন।’

ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। কোচ হওয়ার পর সেই সম্পর্ক আরও জমজমাট হয়েছে। রোহিতের কথায়, ‘রাহুল দ্রাবিড়কে আমি ভীষণ সম্মান করি। মানুষ হিসেবে প্রথমে, তারপর ক্রিকেটার হিসেবে। তার কারণ, আগে মানুষ তারপর ক্রিকেটার কিংবা ফুটবলার বা ডাক্তার। রাহুল ভাই খুব ভালো মানুষ। ওর সঙ্গে খুব বেশি খেলার সুযোগ আমি পাইনি। কিন্তু ওর সঙ্গে কাজ করার সুযোগ এসেছে অনেক বেশি। শেষ দু’বছর ধরে ওকে সামনে থেকে দেখছি। কোনও সম্পর্কের ক্ষেত্রেই ও দূরত্ব রাখে না। সে প্লেয়ার হোক আর সাপোর্ট স্টাফ। সবাইকে নিয়ে চলতে পারে। আমাদের মধ্যে খোলাখুলি সম্পর্ক। রাহুল ভাইয়ের সঙ্গে সময় কাটানোটা উপভোগ করি। ক্রিকেট নিয়ে ওর যা অভিজ্ঞতা, সবার সঙ্গে ভাগ করে নেয়।’

গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট থেকে বেশ কিছু দিন বাইরে ঋষভ পন্থ। কিপার-ব্যাটারকে নিয়ে রোহিতের বক্তব্য, ‘আমি চাই ও যেন আগ্রাসী ক্রিকেটই খেলে। ঝুঁকি নিয়ে খেলতে পন্থ ভালোবাসে। ও সব সময় বলেও, আমি পরিস্থিতি অনুযায়ী খেলি। এটা ঠিক যে, ও ম্যাচের পরিস্থিতি ভালো বুঝতে পারে।’

Next Article