Rohit Sharma : ক্যাপ্টেন হতে চাননি, সৌরভের জোরাজুরিতে নেতৃত্বে রোহিত! ফল ভুগছে ভারত?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 14, 2023 | 3:18 PM

ক্যাপ্টেন হওয়ার জন্য রোহিত শর্মাকে জোরাজুরি করেছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। অনিচ্ছে সত্ত্বেও টেস্ট দলের ক্যাপ্টেন হতে হয় রোহিতকে।

Rohit Sharma : ক্যাপ্টেন হতে চাননি, সৌরভের জোরাজুরিতে নেতৃত্বে রোহিত! ফল ভুগছে ভারত?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: পরিস্থিতি অনুযায়ী অনেক সময়ই অনিচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। কিন্তু যে কাজে মন সায় দেয় না, তাতে কী সাফল্য আসে? অধিকাংশ সময়ই এর ফল হয় হীতে বিপরীত। তাহলে কি সেই অনিচ্ছার ফল ভুগছে ভারতীয় ক্রিকেট? কারণ বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে টেস্ট দলের ক্যাপ্টেন হতে চাননি রোহিত শর্মা (Rohit Sharma)। সীমিত ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন হয়েছিলেন আগেই। কিন্তু লাল বলের ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি ছিলেন না হিটম্যান। তখন আসরে নামেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং সচিন জয় শাহ। বিরাটের বিকল্প হিসেবে রোহিত ছাড়া আর অন্য কাউকে যোগ্য মনে হয়নি সৌরভ-জয়দের। তাই শেষমেশ বোর্ডের জোরাজুরিতে দায়িত্ব কাঁধে তুলে নেন। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত মুখ থুবড়ে পড়ায় প্রবল সমালোচিত হচ্ছেন রোহিত। হিটম্যানের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে এত অভিযোগ কি সেই জোরাজুরির ফল? TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা এমনই তথ্য ফাঁস করেছে সংবাদমাধ্যমে। ২০২২ সালের জানুয়ারি মাসে হঠাৎই টেস্ট ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। আকস্মিকতা কাটিয়ে তড়িঘড়ি নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার চ্যালেঞ্জ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের কাছে। তখন সবে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে ফিরেছে ভারত। বিরাট কোহলি পিঠে চোট পাওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেন কেএল রাহুল। ক্যাপ্টেন্সির ডেবিউতে অর্ধশতরানের ইনিংস খেললেও নেতা লোকেশ রাহুলকে নিয়ে সন্তুষ্ট ছিল না বোর্ড। তাই ভাইস ক্যাপ্টেন হলেও বিরাট কোহলির পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে রাহুলের কথা ভাবেননি সৌরভরা। এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্যাপ্টেন রোহিত শর্মার দ্বারস্থ হয় বোর্ড। আরও একটা দায়িত্বের জন্য প্রস্তুত ছিলেন না রোহিত। তাঁর শরীর এত ধকল নিতে পারবে কি না সেই বিষয়ে সন্দিহান ছিলেন তিনি। রোহিতের আপত্তি অবশ্য ধোপে টেকেনি। সৌরভ-জয়রা তাঁকে রাজি করিয়ে ছেড়েছিলেন।

রোহিতের নেতৃত্বে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় ভারত। যদিও কোভিড আক্রান্ত হওয়ার কারণে জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে পারেননি। গতবছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন না রোহিত। আঙুলের চোট তাঁকে দলের বাইরে রেখেছিল। এরপর চলতি বছরে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে নেতৃত্বে ফেরেন তিনি। সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। গত সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম বারের মতো বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দেন রোহিত। প্রথম পরীক্ষাতেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের।

Next Article