RCB: মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব, টুর্নামেন্টের আগে সরে দাঁড়ালেন আরসিবি তারকা

Jan 26, 2025 | 11:24 PM

Royal Challengers Bengaluru: আবার অনেকে বুঝতে দেরি করেন। কিংবা দ্বিধায় ভোগেন। আবার অনেকে একে গুরুত্ব দিয়ে সাময়িক বিরতি নেন। দুর্দান্ত ভাবে ফিরেও আসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক তারকা ক্রিকেটারও মানসিক স্বাস্থ্যের কারণে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

RCB: মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব, টুর্নামেন্টের আগে সরে দাঁড়ালেন আরসিবি তারকা
Image Credit source: RCB

Follow Us

মানসিক স্বাস্থ্য নিয়ে এর আগেও সরব হয়েছেন ক্রীড়াবিদরা। তেমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন। তা সে টেনিস দুনিয়ার নাওমি ওসাকা হোক কিংবা একঝাঁক ক্রিকেটার। টানা সূচির কারণে অনেক সময়ই মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। আবার অনেকে বুঝতে দেরি করেন। কিংবা দ্বিধায় ভোগেন। আবার অনেকে একে গুরুত্ব দিয়ে সাময়িক বিরতি নেন। দুর্দান্ত ভাবে ফিরেও আসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক তারকা ক্রিকেটারও মানসিক স্বাস্থ্যের কারণে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে স্মৃতি মান্ধানার নেতৃত্বে উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাব জিতেছে আরসিবি। আর সেই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার সোফি ডিভাইন। সম্প্রতি ভারত সফরেও খেলেছিলেন সোফি। উইমেন্স প্রিমিয়ার লিগে এ বারও সোফি ডিভাইনকে রিটেন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাঁকে পাওয়া যাবে না। যদিও আরসিবি এ বিষয়ে সরকারি ভাবে এখনও ঘোষণা করেনি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এ বিষয়ে জানানো হয়েছে।

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ড বোর্ডের উইমেন্স ক্রিকেটের হাই পারফরম্যান্স ডিরেক্টর লিজ় গ্রিন বলেন, ‘প্লেয়ারের সুস্থতা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সোফির সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি আমরা। বোর্ড ওর পাশে রয়েছে। সবরকম ভাবে সহযোগিতা করা হবে।’ নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়িয়েছেন সোফি। এরপরই উইমেন্স প্রিমিয়ার লিগের বিষয়টিও প্রকাশ্যে আসে। সোফির অনুপস্থিতি নিঃসন্দেহে আরসিবির জন্য বড় ধাক্কা হতে চলেছে।

Next Article