India vs Bangladesh: বাংলাদেশের দেওয়া টার্গেট ৪৩ বলেই পূরণ, বিশ্বকাপে ভারত অপরাজিত

Jan 26, 2025 | 6:37 PM

ICC U19 Women’s T20 World Cup 2025: অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ভারত। গত বারের চ্যাম্পিয়ন। এ বার চার ম্যাচেই জয়। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল ভারত। সুপার সিক্সে প্রথম ম্যাচেই বাংলাদেশকে দুরমুশ করলেন বৈষ্ণবীরা। বাংলাদেশের দেওয়া টার্গেট মাত্র ৪৩ বলেই পূরণ। ম্যাচের সেরা বৈষ্ণবীই।

1 / 8
অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ভারতীয় দল। উদ্বোধনী সংস্করণ অর্থাৎ গত বারের চ্যাম্পিয়ন ভারত এ বার টানা চার ম্যাচ জিতল।

অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ভারতীয় দল। উদ্বোধনী সংস্করণ অর্থাৎ গত বারের চ্যাম্পিয়ন ভারত এ বার টানা চার ম্যাচ জিতল।

2 / 8
গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল ভারত। সুপার সিক্সে প্রথম ম্যাচেই বাংলাদেশকে দুরমুশ করলেন বৈষ্ণবীরা।

গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল ভারত। সুপার সিক্সে প্রথম ম্যাচেই বাংলাদেশকে দুরমুশ করলেন বৈষ্ণবীরা।

3 / 8
বাংলাদেশের দেওয়া টার্গেট মাত্র ৪৩ বলেই পূরণ। ম্যাচের সেরা বৈষ্ণবীই। বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুটি সেরার পুরস্কার জিতলেন বাঁ হাতি স্পিনার। সঙ্গে সেমিফাইনালেও জায়গা করে নিল ভারত।

বাংলাদেশের দেওয়া টার্গেট মাত্র ৪৩ বলেই পূরণ। ম্যাচের সেরা বৈষ্ণবীই। বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুটি সেরার পুরস্কার জিতলেন বাঁ হাতি স্পিনার। সঙ্গে সেমিফাইনালেও জায়গা করে নিল ভারত।

4 / 8
বিশ্বকাপে শক্তি হয়ে দাঁড়িয়েছে ভারতের বোলিংই। গ্রুপের ম্যাচেও বোলিং দাপটেই জিতেছিল ভারত।

বিশ্বকাপে শক্তি হয়ে দাঁড়িয়েছে ভারতের বোলিংই। গ্রুপের ম্যাচেও বোলিং দাপটেই জিতেছিল ভারত।

5 / 8
সুপার সিক্সের প্রথম ম্যাচে টিস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬৪ রান করে বাংলাদেশ।

সুপার সিক্সের প্রথম ম্যাচে টিস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬৪ রান করে বাংলাদেশ।

6 / 8
বাংলাদেশ ইনিংসে সর্বাধিক স্কোর ক্যাপ্টেন সৌম্যা আকতারের ২১ রান। বৈষ্ণবী ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। শবনম, জোষিতা ও তৃষা একটি করে উইকেট নেন।

বাংলাদেশ ইনিংসে সর্বাধিক স্কোর ক্যাপ্টেন সৌম্যা আকতারের ২১ রান। বৈষ্ণবী ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। শবনম, জোষিতা ও তৃষা একটি করে উইকেট নেন।

7 / 8
বোর্ডে লক্ষ্য ৬৫ রান। কেরিয়ারের দ্বিতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে নামা তৃষা গোঙ্গারি বিধ্বংসী মেজাজে ছিলেন। ভারতের এই ওপেনার ৩১ বলে ৪০ রান করেন।

বোর্ডে লক্ষ্য ৬৫ রান। কেরিয়ারের দ্বিতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে নামা তৃষা গোঙ্গারি বিধ্বংসী মেজাজে ছিলেন। ভারতের এই ওপেনার ৩১ বলে ৪০ রান করেন।

8 / 8
দ্রুত ২ উইকেট হারালেও চাপ পড়েনি ভারতীয় ব্যাটিংয়ে। সানিকা ও ক্যাপ্টেন নিকি ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৭.১ ওভারেই টার্গেট পূরণ নিকি প্রসাদদের। সব ছবি : ICC/BCCI

দ্রুত ২ উইকেট হারালেও চাপ পড়েনি ভারতীয় ব্যাটিংয়ে। সানিকা ও ক্যাপ্টেন নিকি ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৭.১ ওভারেই টার্গেট পূরণ নিকি প্রসাদদের। সব ছবি : ICC/BCCI

Next Photo Gallery