Sourav Ganguly: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নিলেন সিরাজ
Sourav Ganguly-Mohammed Siraj: নতুন বলে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন হার্দিক পান্ডিয়া। স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানাও। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছেন সিরাজ। দাদাকে সামনে পেয়েই পরামর্শ নিলেন সিরাজ।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ইডেন গার্ডেন্সের পর চেন্নাইয়ের মাঠেও জয় ছিনিয়ে নিয়েছে। চেন্নাইয়ের জয় অবশ্য সহজ ছিল না। তবে তিলক ভার্মার অনবদ্য ইনিংসে রুদ্ধশ্বাস জয়। বোলিং কম্বিনেশনে একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে খেলানো হচ্ছে অর্শদীপ সিংকে। নতুন বলে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন হার্দিক পান্ডিয়া। স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানাও। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছেন সিরাজ। দাদাকে সামনে পেয়েই পরামর্শ নিলেন সিরাজ।
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি হেরেছে ভারত। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। ভরসা দিতে ব্যর্থ মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফর্ম করেছিলেন জসপ্রীত বুমরা। যদিও প্রশ্ন উঠছিল মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়ে। সিরিজের শেষ দিকে কিছুটা হলেও ভালো পারফর্ম করেছিলেন। কিন্তু জাতীয় দলে যে তাঁর জায়গা টলমল, আন্দাজ করতে পারছিলেন মহম্মদ সিরাজ।
এই খবরটিও পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুমরা, সামির সঙ্গে রাখা হয়েছে অর্শদীপ সিংকে। জসপ্রীত বুমরা যদি একান্তই ফিট না হয়ে উঠতে পারেন, সে ক্ষেত্রে হর্ষিত রানাকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে। সাদা-বলের ক্রিকেটে ফিরতে মরিয়া মহম্মদ সিরাজও। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মুম্বইতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলেন মহম্মদ সিরাজ। দাদাকে সামনে পেয়ে পরামর্শও নিলেন মহম্মদ সিরাজ। বোলিং গ্রিপ নিয়েও কথা বলতে দেখা যায়।