Raj Bhavan: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ড নিয়ে কী হয়েছিল? ব্যাখ্যা দিলেন রাজ্যপালের ওএসডি

Raj Bhavan: রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনেও অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অন্য বছরের মতো এ বারও 'পারফর্ম' করতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি ব্যান্ড। তাদের রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে চাপানউতোর বাড়তেই বিবৃতি দিল রাজভবন।

Raj Bhavan: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ড নিয়ে কী হয়েছিল? ব্যাখ্যা দিলেন রাজ্যপালের ওএসডি
রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2025 | 11:22 PM

কলকাতা: রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি খোলসা করলেন রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং।

রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনেও অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অন্য বছরের মতো এ বারও ‘পারফর্ম’ করতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি ব্যান্ড। রাজভবনে ঢোকার একাধিক গেট। কে কোন গেট দিয়ে ঢুকবে, তা নির্দিষ্ট করে বলা থাকে। কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢোকে কলকাতা পুলিশের ব্যান্ড। পারফর্মও করে তারা।

এই নিয়ে চাপানউতোর তৈরি হতেই রাতে রাজভবনের তরফে বিবৃতি দেন রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং। তিনি বলেন, “অ্যাট হোম অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে আলাদা একটা জায়গা বরাদ্দ করা হয়েছিল। যেখানে নিয়মিত পারফর্ম করা হয়, সেখানে দেওয়া হয়নি। বিষয়টি আমার নজরে আসতেই হস্তক্ষেপ করি। কলকাতা পুলিশের ব্যান্ডকে উপযুক্ত জায়গা দেওয়া হয়। সেখানে তারা পারফর্ম করে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি আমি ব্যাখ্যা করেছি। তিনি কলকাতা পুলিশের ব্যান্ডের অনুষ্ঠানও কিছুক্ষণ দেখেন। রাজ্যপালকে বিষয়টি জানাতে তিনি নির্দেশ দেন, আগে থেকে যেসব অনুষ্ঠানের সূচি রয়েছে, সেগুলো চিফ অব স্টাফের অগ্রিম অনুমতি সাপেক্ষেই হওয়া উচিত।”

এই খবরটিও পড়ুন

এর আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লিখেছিলেন, “কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল, সীমা সুরক্ষা বলের ব্যান্ডকে দিয়ে বাজাচ্ছে রাজভবন। চিরাচরিতপ্রথায় কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গেলেন। তাদের ডেকে আনলেন। নিজে দাঁড়িয়ে শুনলেন।”

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া