এ যেন দাস প্রথার ছবি, হাতে-পায়ে বেড়ি, বাথরুমে যাওয়ার অনুমতিও নেই! ট্রাম্প কী করছেন দেখুন
Donald Trump: ক্ষমতায় আসার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এসে অবৈধ বসবাসকারীদের তাড়াবেন। যেমন বলা তেমন কাজ। প্রথম দফাতেই কয়েক হাজার বিদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। ফেরত পাঠানো হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষকে।
ওয়াশিংটন: ভয়ঙ্কর হতে চলেছে ট্রাম্প জমানা? অনুপ্রবেশকারী ও অবৈধভাবে বসবাসকারীদের জীবন দুর্বিষহ করে তুলছেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট। ক্ষমতায় বসতেই ধরে ধরে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠাচ্ছেন তাদের দেশে। কিন্তু সেটা কীভাবে জানেন? ভয়ঙ্কর সেই চিত্রই সামনে আনল ব্রাজিল সরকার। অভিযোগ, ট্রাম্প যাদের ফেরত পাঠাচ্ছেন, তাদের সঙ্গে রীতিমতো বন্দিদের মতো আচরণ করা হচ্ছে। হাতে হ্যান্ডকাফ, পায়ে বেড়ি পরিয়ে বিমানে ওঠানো হচ্ছে। খাবার তো দূর, এক বিন্দু জল পর্যন্ত দেওয়া হচ্ছে না।
ক্ষমতায় আসার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এসে অবৈধ বসবাসকারীদের তাড়াবেন। যেমন বলা তেমন কাজ। প্রথম দফাতেই কয়েক হাজার বিদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। ফেরত পাঠানো হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষকে। ব্রাজিলের আপত্তি এই ফেরত পাঠানোর পদ্ধতি নিয়েই। তারা জানিয়েছে, নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তারা ব্যাখ্যা চাইবে এভাবে কেন অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে ফেরত পাঠানো হল।
🇧🇷🇺🇸BRAZIL SLAMS HANDCUFFS ON DEPORTEES—TRUMP ADMIN UNMOVED
Brazil called the use of handcuffs on deportees “blatant disrespect,” demanding their removal mid-flight during an unexpected landing in Manaus.
The Trump administration, now ramping up mass deportations, sees the… https://t.co/C1DdUEQCIB pic.twitter.com/N0jKCp7yHK
— Mario Nawfal (@MarioNawfal) January 26, 2025
ব্রাজিলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকা থেকে ব্রাজিল ফেরত পাঠানোর বিমানে যে ব্যবহার করা হয়েছে যাত্রীদের সঙ্গে, তা মানবাধিকারের ঘোরতর লঙ্ঘন। ব্রাজিলের মানাউসে যে মার্কিন বিমানে করে ৮৮ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে, তাদের হ্যান্ডকাফ পরানো ছিল। বিমানে তাদের জল পর্যন্ত দেওয়া হয়নি। বাথরুমে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। বিমানের এয়ার কন্ডিশনারে কোনও সমস্যা থাকায় যাত্রীরা হাঁসফাঁস করছিলেন। অনেকে অজ্ঞান হয়ে যান বলেও দাবি। ব্রাজিল প্রশাসন যাত্রীদের হাতে-পায়ে বেড়ি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে হ্যান্ডকাফ খোলার নির্দেশ দেয়।