AB de Villiers: ভুল ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছে… এবিডিকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কে?
Royal Challengers Bengaluru, IPL: উত্তরণের সেই ইতিহাস কি একটু অন্য রকম হতে পারত? কেউ কেউ বলছেন, ভুল ঠিকানায় নাকি চলে গিয়েছিলেন তিনি। কাকে নিয়ে কে করে বসলেন এমন মন্তব্য়? ক্রিকেটারের নাম এবি ডে ভিলিয়ার্স।
কলকাতা: ২০০৮ সালেই অভিষেক হয়েছিল তাঁর। দিল্লি ছিল প্রথম ঠিকানা। তিন বছর পর মেগা নিলামে তাঁকে কিনে নিয়েছিল আরসিবি। বাকিটা ইতিহাস। দেশের হয়ে তো বটেই, ফ্র্যাঞ্চাইজি লিগেও কিংবদন্তির স্তরে উঠে আসা। উত্তরণের সেই ইতিহাস কি একটু অন্য রকম হতে পারত? কেউ কেউ বলছেন, ভুল ঠিকানায় নাকি চলে গিয়েছিলেন তিনি। কাকে নিয়ে কে করে বসলেন এমন মন্তব্য়? ক্রিকেটারের নাম এবি ডে ভিলিয়ার্স। যিনি মন্তব্য করেছেন, তিনি সঞ্জয় মঞ্জরেকর। মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার সোজাসাপ্টা কথা বলতেই ভালোবাসেন। তাতে অবশ্য বিতর্ক কম হয় না। এবিডিকে নিয়ে মঞ্জরেকরের এই মন্তব্যও কি জন্ম দেবে নতুন বিতর্কের?
আইপিএল কেরিয়ারে ১৮৪টা ম্যাচ খেলেছেন এবিডি। করেছেন ৫১৬২ রান। গড় ৩৯.৭১। তিনটে সেঞ্চুরি সহ করেছেন ৪০টা হাফসেঞ্চুরিও। এই তথ্য় দিয়ে পুরো আইপিএল কেরিয়ার বোঝানো যাবে না এবিডির। আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটার। মেরেছেন ২৫১টা ছয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানও তাঁরই সংগ্রহে। এত সাফল্য যাঁর, তিনি কখনও আইপিএল ট্রফি জিততে পারেননি। এটা নিশ্চিত ভাবে আক্ষেপ এবিডির। সেই প্রসঙ্গই তুলে এনেছেন মঞ্জরেকর।
এই খবরটিও পড়ুন
ভারতের প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘ওর ম্যাচ জেতানোর ক্ষমতার জন্যই আমি এবিডিকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলব। ও এক কথায় অতুলনীয়। টেস্টে ৫০ গড়টা নিশ্চিত ভাবেই ওর শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। ওয়ান ডে ক্রিকেটেও তাই-ই। আইপিএল কিন্তু ওকে ঠিক মতো ব্যবহারই করা হয়নি। যে কারণে আমরা আইপিএলে সেই এবির খোঁজ পাইনি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ও ভুল ফ্র্য়াঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছে। যদি অন্য কোনও টিমে খেলত, তা হলে কিন্তু এবির গ্রেটনেস দেখতে পেতাম।